মেসির অবসর নিয়ে সুয়ারেজ যা বললেন
মেসির অবসর নিয়ে এবার মুখ খুললেন বার্সেলোনায় তাঁর সতীর্থ লুই সুয়ারেজ। উরুগুয়ের তারকা স্ট্রাইকার মনে করেন এত আবেগকে উপেক্ষা করতে পারবেন না মেসি। তিনি তাঁর অবসরের সিদ্ধান্ত অবশ্যই বদল করবেন।
![মেসির অবসর নিয়ে সুয়ারেজ যা বললেন মেসির অবসর নিয়ে সুয়ারেজ যা বললেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/30/59262-10messi.jpg)
ব্যুরো: মেসির অবসর নিয়ে এবার মুখ খুললেন বার্সেলোনায় তাঁর সতীর্থ লুই সুয়ারেজ। উরুগুয়ের তারকা স্ট্রাইকার মনে করেন এত আবেগকে উপেক্ষা করতে পারবেন না মেসি। তিনি তাঁর অবসরের সিদ্ধান্ত অবশ্যই বদল করবেন।
গোটা বিশ্ব থেকে আসছে অবসরের সিদ্ধান্ত বদলের অনুরোধ। এই আবেগকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারবেন না লিওনেল মেসি। বর্তমান যুগের অন্যতম সেরা ফুটবলার তাঁর সিদ্ধান্ত বদল করবেন বলে মনে করেন ক্লাব ফুটবলে তার সতীর্থ লুইস সুয়ারেজ। তবে এরই মধ্যে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উরুগুয়ের গোলমেশিন। জাতীয় দলের হয়ে মেসি খেলুন বা নাই খেলুন তার বন্ধু সর্বকালের সেরাই থাকবেন, দাবি সুয়ারেজের। তবে শেষ পর্যন্ত মেসি নিজের সিদ্ধান্তে অন়ড় থাকলে সেটা ফুটবলের জন্য খারাপই হবে বলে মনে করেন সুয়ারেজ।