ICC World Test Championship: নিয়ম, ফরম্যাট এবং পয়েন্ট পদ্ধতি জেনে নিন
এই দুই বছরে ৯টি দল মোট ২৭টি সিরিজ খেলবে। ফাইনাল নিয়ে মোট ম্যাচের সংখ্যা ৭২টি।
![ICC World Test Championship: নিয়ম, ফরম্যাট এবং পয়েন্ট পদ্ধতি জেনে নিন ICC World Test Championship: নিয়ম, ফরম্যাট এবং পয়েন্ট পদ্ধতি জেনে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/30/202651-3.jpg)
নিজস্ব প্রতিবেদন : পয়লা অগাস্ট থেকে এজবাস্টনে অ্যাসেজের প্রথম টেস্ট ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম কী? কোন ফরম্যাটে খেলা হবে। সিরিজ চলাকালীন পয়েন্ট পদ্ধতিই বা কী?
# ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯টি দল নিয়ে হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি দল অন্তত ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে- তিনটি হোম সিরিজ, তিনটি অ্যাওয়ে সিরিজ। এই সিরিজগুলিতে নূন্যতম ২টি এবং সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলবে প্রতিটি দল।
# এই দুই বছরে ৯টি দল মোট ২৭টি সিরিজ খেলবে। ফাইনাল নিয়ে মোট ম্যাচের সংখ্যা ৭২টি।
ears
ms
eries
est matches
It all begins on 1 August #WTC21https://t.co/PSY2nOuO3x— ICC (@ICC) July 29, 2019
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি-
১. পাঁচ টেস্টের সিরিজে প্রতি ম্যাচে জিতলে ২৪ পয়েন্ট পাবে জয়ী দল। টাই হলে ১২ পয়েন্ট এবং ড্র হলে ৮ পয়েন্ট করে ভাগাভাগি হবে।
২. চার টেস্টের সিরিজ হলে ম্যাচ পিছু জয়ী দল পাবে ৩০ পয়েন্ট। টাই হলে ১৫ এবং ড্র হলে ১০ পয়েন্ট করে পাবে দুটি দল।
৩. তিন টেস্টের সিরিজে ম্যাচ জিতলে সেই দল পাবে ৪০ পয়েন্ট। আর টাই হলে ২০ এবং ড্র হলে ১৩ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে দুটি দল।
৪. দুটি টেস্টের সিরিজ হলে একটি টেস্ট জিতলেই ৬০ পয়েন্ট পাবে জয়ী দল। টাই হলে ৩০ এবং ড্র করলে জুটবে ২০ পয়েন্ট করে।
# কিন্তু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র কিংবা টাই হলে চ্যাম্পিয়ন কীভাবে নির্ধারিত হবে?
লিগ পর্বের শেষে যে দলের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে ফাইনাল ম্যাচ ড্র কিংবা টাই হলে তাকেই জয়ী ঘোষণা করা হবে।
# এই দুই বছরে ৯টি দল ৬টি করে সিরিজ খেললেও প্রতিটি দলের টেস্ট ম্যাচের সংখ্যা ভিন্ন। একনজরে দেখে নেওয়া যাক আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কটি করে টেস্ট ম্যাচ খেলবে-
ইংল্যান্ড - ২২
অস্ট্রেলিয়া - ১৯
ভারত - ১৮
দক্ষিণ আফ্রিকা - ১৬
ওয়েস্ট ইন্ডিজ - ১৫
নিউ জিল্যান্ড - ১৪
বাংলাদেশ - ১৪
পাকিস্তান - ১৩
শ্রীলঙ্কা - ১৩
আরও পড়ুন - একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক! পাক ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইলেন অনুতপ্ত ইমাম