IPL 2019: রাহানে আউট হতেই চিপকে 'স্যার'কে চুমু খেলেন রায়না, দেখুন ভিডিয়ো
'স্যার' জাদেজার দুরন্ত ক্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে যান রাজস্থান অধিনায়ক।
![IPL 2019: রাহানে আউট হতেই চিপকে 'স্যার'কে চুমু খেলেন রায়না, দেখুন ভিডিয়ো IPL 2019: রাহানে আউট হতেই চিপকে 'স্যার'কে চুমু খেলেন রায়না, দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/01/184304-7.jpg)
নিজস্ব প্রতিবেদন : চিপকে 'চুমু কাণ্ড'! চমকে গেলেন? রবিবার এমনটাই হয়েছে চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে। রাজস্থানের অধিনায়ক আজিঙ্কে রাহানে আউট হতেই মাঠের মধ্যেই 'স্যার' জাদেজাকে চুমু খেলেন সুরেশ রায়না। আর সেই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে পড়েছে।
রবিবার ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৭৫ রানের সৌজন্যে বড় রান তুলতে সক্ষম হয় সিএসকে। ১৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় রাজস্থানের। রাজস্থানের ইনিংসের দ্বিতীয় বলেই দীপক চাহারকে অন দ্য রাইজ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পরে যান রাহানে। 'স্যার' জাদেজার দুরন্ত ক্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে যান রাজস্থান অধিনায়ক।
Rahane caught Jadeja kissed Raina
https://t.co/cUXvADup4o #CSKvRR
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
শুরুতেই উইকেট তুলে নেওয়ার উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি পয়েন্টে ফিল্ডিং করা সুরেশ রায়না। জাদেজা ক্যাচ ধরতেই ছুটে গিয়ে তাঁর গালে চুমু খান সুরেশ। আর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত ৮ রানে জিতে নেয় ধোনির সিএসকে।
আরও পড়ুন - পছন্দের ভারতীয় ছবি বেছে নিলেন আফগান স্পিনার রশিদ খান