আফ্রিদির চমক! ৪ বলে ৪ উইকেট, চারটেই ক্লিন বোল্ড; দেখুন ভিডিয়ো
কার্যত একা হাতেই এদিন মিডলসেক্সের জয়ের আশায় জল ঢেলে দিলেন শাহিন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![আফ্রিদির চমক! ৪ বলে ৪ উইকেট, চারটেই ক্লিন বোল্ড; দেখুন ভিডিয়ো আফ্রিদির চমক! ৪ বলে ৪ উইকেট, চারটেই ক্লিন বোল্ড; দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/21/276243-afridi.jpg)
নিজস্ব প্রতিবেদন: চার বলে চার উইকেট। চারটেই আবার ক্লিন বোল্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন চমক দেখালেন পাকিস্তানের ২০ বছরের পেসার শাহিন আফ্রিদি।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের বিরুদ্ধে হ্যাম্পশায়ারের হয়ে এমনই বিধ্বংসী বোলিং করলেন তরুণ পাক পেসার আফ্রিদি। কার্যত একা হাতেই এদিন মিডলসেক্সের জয়ের আশায় জল ঢেলে দিলেন শাহিন। ১৯ রানে নিলেন ৬টি উইকেট।
That's it. That's the tweet. pic.twitter.com/tmh1gdBCcg
— Hampshire Cricket (@hantscricket) September 20, 2020
প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে হ্যাম্পশায়ার। ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। এরপর ১৯ তম ওভারে বাজিমাত্ করলেন শাহিন আফ্রিদি। আফ্রিদির শিকার জন সিম্পসন, স্টিভেন ফিন, থিল্যান ওয়ালাল্লাওয়াতাইতা এবং টিম মুর্তাঘ।
আরও পড়ুন - IPL 2020: আজ নামছে বিরাটের ব্যাঙ্গালোর, প্রতিপক্ষ হায়দরাবাদ; দক্ষিণ ভারতীয় ক্রিকেট ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা