বিরাটের এই রেকর্ডটা আপনি জানেন?
Updated By: Jun 3, 2016, 02:45 PM IST
ওয়েব ডেস্ক: রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। সুরেশ রায়নাকে টপকে আইপিএলের এক মরসুমে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন। গড়েছেন সর্বাধিক চারটি শতরানের নজির। এমনকী সবার অলক্ষ্যে গড়ে ফেলেছেন সর্বাধিক সময় ক্রিজে থাকার রেকর্ডও। এবারের আইপিএলে এক হাজার মিনিট ক্রিজে কাটিয়েছেন কোহলি। এটা অনেকেই জানেন না। কিন্তু এটাই সত্যি। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে এক মরসুমে একহাজার মিনিট ক্রিজে থাকার নয়া নজিরও গড়ে ফেললেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।
সাধারণত টেস্ট ক্রিকেটে ক্রিজে বেশি সময় থাকার কথা শোনা যায়, তবে বিরাট টি-টোয়েন্টিতেও এই নজির গড়লেন।