Virat Kohli: 'বিরাট' ধাক্কা, টি-টোয়েন্টিতে কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন!

বিসিসিআইয়ের এক সূত্রের আরও দাবি, সিনিয়র ক্রিকেটাররা যে ভাবে লাগাতার বিশ্রাম পাচ্ছেন সেটা বোর্ডেরই অনেকেই মেনে নিতে পারছেন না।   

Updated By: Jul 7, 2022, 07:43 PM IST
Virat Kohli: 'বিরাট' ধাক্কা, টি-টোয়েন্টিতে কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন!
বিরাটের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তিন বছর হয়ে গেল ব্যাটে তিন অঙ্কের রান অধরা। বিরাট কোহলিকে (Virat Kohli) তাঁর রুদ্র মেজাজে দেখাই যাচ্ছে না। টিম ইন্ডিয়া (Team India) হোক কিংবা আইপিএল-এ (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সব জায়গায় ব্যর্থ তিনি। যে টি-টোয়েন্টি (T20I) ফরম্যাটে তিনি একটা সময় রাজত্ব করতেন, সেই ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারছেন না। অত্যন্ত কম স্ট্রাইক রেটে। শোনা যাচ্ছে এর জেরে নাকি এ বার বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। শোনা যাচ্ছে, আগামী দিনে তাঁকে এই ফরম্যাটে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। 

বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এমনিতেই প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দলে তিনি আছেন। এমনকি জস বাটলারের (Jos Buttler) দলের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। এরপর দল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে। সেই সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ দিকে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20)। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan)বিরুদ্ধে অভিযান শুরু করবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে বিরাট কি দলে জায়গা করে নিতে পারবেন? সেটা নিয়ে দোলাচলে জাতীয় নির্বাচক কমিটি। 

Jasprit Bumrah and Rohit Sharma

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিরাটের আদৌ ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া উচিত কিনা সেটা নিয়ে সন্দিহান নির্বাচকরা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের নেতৃত্বে ভারতীয় দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর থেকে আর সে ভাবে সীমিত ওভারের ক্রিকেটে দেখাই যায়নি তাঁকে। বিরাটের বদলে যে তরুণরা গত কয়েকটি সিরিজে সুযোগ পেয়েছেন তাঁরা ভাল পারফর্ম করেছেন। ফলে নিজের পুরনো জায়গাটা ফিরে পাওয়া বিরাটের জন্য সহজ হবে না।

সূত্রের দাবি, নির্বাচকরা ঠিক করে ফেলেছেন বিরাটকে নাকি শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে একদিনের সিরিজে পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে তিনি পারফর্ম করতে না পারলে তাঁকে দল টি-টোয়েন্টি বাদ দেওয়া হতে পারে। তবে শুধু বিরাট নন। নির্বাচকদের স্ক্যানারে আছেন রোহিত, জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছে বোর্ড। কিন্তু টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে কারা কারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন। 

বিসিসিআইয়ের এক সূত্রের আরও দাবি, সিনিয়র ক্রিকেটাররা যে ভাবে লাগাতার বিশ্রাম পাচ্ছেন সেটা বোর্ডেরই অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁদের বক্তব্য, প্রত্যেক সিরিজে দল নির্বাচনের সময় এদের বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ উঠে আসছে। নিয়মিতভাবে এরা না খেললে দল ছন্দ পাবে কীভাবে? 

আরও পড়ুন: India Women vs Sri Lanka Women : হরমনপ্রীতের ব্যাটে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল প্রমীলাবাহিনী

আরও পড়ুন: 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন শ্যাম থাপা, আপ্লুত প্রাক্তন ফুটবলার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.