টম মুডির বিশ্ব সেরা টি-২০ একাদশে চমক! নেই সাকিব-গেইল-ধোনি; নেতৃত্বে কে?
দলের নেতা নির্বাচনেও চমক রেখেছেন টম মুডি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![টম মুডির বিশ্ব সেরা টি-২০ একাদশে চমক! নেই সাকিব-গেইল-ধোনি; নেতৃত্বে কে? টম মুডির বিশ্ব সেরা টি-২০ একাদশে চমক! নেই সাকিব-গেইল-ধোনি; নেতৃত্বে কে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/13/261435-tom.jpg)
নিজস্ব প্রতিবেদন : গত ১০ বছরের পারফরম্যান্স নয়, নয় রেকর্ডও - বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ বাছতে এসব কোনও কিছুই মাপকাঠি হিসেবে ধরেননি প্রাক্তন অজি তারকা টম মুডি। এই মুহূর্তে যাঁরা খেলতে পারবেন তাঁদেরকেই দলে নিয়েছেন টম। বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ থেকে তাই তো বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল এবং সাকিব আল হাসানের মতো তারকারা।
একনজরে দেখে নেওয়া যাক টম মুডির টি-টোয়েন্টি একাদশে কারা কারা রয়েছেন-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), জোফ্রা আর্চার (ইংল্যান্ড), জশপ্রীত বুমরাহ (ভারত), রবীন্দ্র জাদেজা (ভারত, দ্বাদশ ব্যক্তি)।
দলের নেতা নির্বাচনেও চমক রেখেছেন টম মুডি। টম মুডির দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মুডির কথায়, আইপিএল-এর সফল অধিনায়ক রোহিত, চারবার ট্রফি জিতেছেন হিটম্যান।
আরও পড়ুন - নিজে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন; এবার অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করলেন আফ্রিদি