Messi র চোখের জল মোছা টিস্যু পেপারই এখন মহা মূল্যবান! বিক্রি হচ্ছে বিরাট দামে
একটি জনপ্রিয় ওয়েবসাইটে বিক্রি হচ্ছে মেসির সেই টিস্যু!
![Messi র চোখের জল মোছা টিস্যু পেপারই এখন মহা মূল্যবান! বিক্রি হচ্ছে বিরাট দামে Messi র চোখের জল মোছা টিস্যু পেপারই এখন মহা মূল্যবান! বিক্রি হচ্ছে বিরাট দামে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/19/340013-mixa.jpg)
নিজস্ব প্রতিবেদন: গত ৮ অগাস্ট ন্যু ক্যাম্পে নেমে এসেছিল শোকের ছায়া। বার্সেলোনার (Barcelona) সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। কাতালুনিয়ান ক্লাবে বিদায়ী সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
হাতে টিস্যু পেপার নিয়ে চোখের জল মুছেছিলেন তিনি। মেসির চোখের জল মোছা সেই টিস্যু পেপারই এখন মহা মূল্যবান! ১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪৪ লক্ষ টাকা) দাম উঠেছে সেই টিস্যুর! হ্য়াঁ এটাই সত্যি।
আরও পড়ুন: ভারতীয় দলের পরবর্তী কোচ Dravid না Shastri? পাওয়া গেল উত্তর
— ZEL (@Mariazelzel) August 18, 2021
একটি জনপ্রিয় ওয়েবসাইটে বিক্রি হচ্ছে মেসির সেই টিস্যু! আর্জেন্টাইন রাজপুত্রের যে ফ্যান এই টাকা দিতে পারবেন, ওই টিস্যু পেয়ে যাবেন তিনিই। মিডিয়া রিপোর্ট বলছে, মেসির ফেয়ারওয়েল বৈঠকে হাজির থাকা এক ব্যক্তি টিস্যুটি সংগ্রহ করে নিয়েছিলেন। তিনিই এই দর হাঁকিয়ে ওয়েবসাইটে বিক্রি করতে চাইছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)