ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে

ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে। ইপিএলে ম্যাচ জিততেই ভুলে গিয়েছে হোসে মোরিনহোর দল। বুধবার রাতে সাউদ্যাম্পটন বনাম ম্যান ইউ ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে। চলতি মরশুমে ইপিলে এই নিয়ে পনেরোটা ম্যাচ ড্র করেছে রেড ডেভিলস। যা এই ক্লাবের ইতিহাসে সর্বাধিক। জিতেছেও মাত্র সতেরোটা ম্যাচ।

Updated By: May 19, 2017, 08:54 AM IST
ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে

ওয়েব ডেস্ক : ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে। ইপিএলে ম্যাচ জিততেই ভুলে গিয়েছে হোসে মোরিনহোর দল। বুধবার রাতে সাউদ্যাম্পটন বনাম ম্যান ইউ ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে। চলতি মরশুমে ইপিলে এই নিয়ে পনেরোটা ম্যাচ ড্র করেছে রেড ডেভিলস। যা এই ক্লাবের ইতিহাসে সর্বাধিক। জিতেছেও মাত্র সতেরোটা ম্যাচ।

আরও পড়ুন আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল ভারত

অতীতে এক মরশুমে এত কম ম্যাচ জেতেনি ম্যান ইউ। গোলে সার্জিও রোমেরো না থাকলে হয়তো সাউদ্যাম্পটনের কাছে হেরেই যেত মোরিনহো ব্রিগেড। ম্যাচের শুরুতে একটা পেনাল্টি বাঁচান ম্যান ইউরো গোলরক্ষক। মার্শিয়াল,রুনিদের সামনে গোল করার সুযোগ এসেছিল। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতেই পারেনি ম্যান ইউ।

আরও পড়ুন  কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? নিজেই জানালেন রাহুল

.