IPL 2020: শ্রেয়সের মন্তব্যে স্বার্থ সংঘাতের অভিযোগ সৌরভের বিরুদ্ধে! বিতর্কে জল ঢাললেন শ্রেয়স নিজেই

সৌরভ সম্পর্কে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন নিজেই টুইট করে জানালেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 22, 2020, 04:13 PM IST
IPL 2020: শ্রেয়সের মন্তব্যে স্বার্থ সংঘাতের অভিযোগ সৌরভের বিরুদ্ধে! বিতর্কে জল ঢাললেন শ্রেয়স নিজেই
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। বোর্ড প্রেসিডেন্ট হয়েও দিল্লির মেন্টর নাকি সৌরভ! ফের স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে সৌরভের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিতর্কে জল ঢাললেন শ্রেয়স নিজেই। সৌরভ সম্পর্কে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন নিজেই টুইট করে জানালেন।

আমিরশাহি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, " অধিনায়ক হিসেবে ভালো টেম্পারমেন্ট প্রয়োজন হয়। আর এটা আমি কয়েক বছর ধরে অভিজ্ঞতা অর্জন করে চলেছি। যখন আপনার পাশে রিকি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব থাকেন তখন কাজটা আরও সহজ হয়ে যায়। তাঁদেরকে এবারও আমার পাশে পেয়েছি।" শ্রেয়সের মন্তব্য ঘিরে উঠে আসে এই প্রশ্ন। তবে কি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দিল্লির মেন্টর হিসেবে এবারও কাজ করছেন? স্বাভাবিকভাবেই শ্রেয়স আইয়ারের 'স্লিপ অফ টাঙ' ঘিরে আবার স্বার্থ সংঘাতের বিষয়টিও উঠে আসে।

শেষ পর্যন্ত এক টুইট বার্তায় শ্রেয়স আইয়ার জানান, "তরুণ অধিনায়ক হিসেবে গত মরশুমে রিকি পন্টিং এবং দাদা (সৌরভ গাঙ্গুলি) র থেকে অনেক কিছু শিখেছি। তবে গতকাল ম্য়াচের আগে আমি ওই দুই জনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলাম। কারণ ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে আমার অভিজ্ঞতা বাড়াতে ওই দুজনের ভূমিকা অনস্বীকার্য।"

আরও পড়ুন - IPL 2020: আজ কি দেখা যাবে ধোনি ধামাকা? তিন তিনটে রেকর্ডের দোরগোড়ায় 'থালা'

.