WATCH | Shardul Thakur: অলক্ষ্যেই ইতিহাস ব্রাত্যের! জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি, বোঝালেন 'লর্ড শার্দুল'...

Shardul Thakur: শার্দুল ঠাকুর যা করলেন তা এর আগে মাত্র ৪ জন পেরেছেন...

Updated By: Jan 30, 2025, 03:21 PM IST
WATCH | Shardul Thakur: অলক্ষ্যেই ইতিহাস ব্রাত্যের! জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি, বোঝালেন 'লর্ড শার্দুল'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে প্রায় তিন বছর হয়ে গেল, জাতীয় দলে তিনি ব্রাত্যের তালিকায়। তবে ব্যাটে-বলে বদলে দিতে পারেন খেলার রং। কথা হচ্ছে মুম্বইয়ের ক্রিকেটার শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) নিয়ে। তাঁকে আজ প্রায় ভুলতেই বসেছে ভারতীয় ক্রিকেট। ভক্তদের 'লর্ড শার্দুল' বল হাতে, আগুন ঝরিয়ে বুঝিয়ে দিলেন যে, তাঁকে যেন এখনই মুছে ফেলা না হয়। আইপিএলে কোনও দল না পাওয়া ৩৩ বছরের শার্দুল রঞ্জিতে (Ranji Trophy) দুরন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন। এর সঙ্গে নির্বাচকদের এও বার্তা দিলেন যে, জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি...

আরও পড়ুন: পাপালির বিদায়লগ্নে আজ আবেগি দাদি! নেটপাড়ায় লিখলেন, 'গর্বিত হওয়া উচিত'...

আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স গ্রাউন্ডে, মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্মই। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে অজিঙ্কা রাহানের দল টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, আর তাঁর সিদ্ধান্ত ঠিক প্রমাণ করেছেন শার্দুল ও মোহিত আবাস্তি। মেঘালয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ৮৬ রানে! শার্দুল পঞ্চম মুম্বইের বোলার হিসেবে রঞ্জিতে হ্যাটট্রিকের ইতিহাস লিখলেন। বর্তমানে ভারতীয় দলের পরিকল্পনার বাইরে থাকা শার্দুল, চলতি রঞ্জিতে হিমাচল প্রদেশের ঋষি ধাওয়ানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন শার্দুল। ঋষি রেকর্ড করেছিলেন পুদুচেরির বিরুদ্ধে। 

এই ম্যাচে রাহানে পাচ্ছেন না রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালদের মতো তারকা ক্রিকেটারদের।  এদিন ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন শার্দুল। এরপর তৃতীয় ওভারে রাহানে ফেরান শার্দুলকে। তিনি প্রথম তিন বলে কোনও উইকেট না পেলেও ওভারে অন্তিম তিন বলে তিন উইকেট তুলে নেন। চতুর্থ বলে বালচান্দের অনিরুদ্ধ, পঞ্চম বলে সুমিত কুমার, ষষ্ঠ বলে জসকিরৎ সিংকে ফেরান শার্দুল। তিনজনের কেউই খাতা খুলতে পারেননি এদিন। শার্দুল রঞ্জিতে বল হাতে কামাল করার আগে ব্যাট হাতেও নিজের জাত চিনিয়েছেন। এর আগের ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে  যেখানে মুম্বইয়ের ব্যাটিং মহারথীরা একের পর এক ব্যর্থ হয়েছিল, তখন দলকে একা হাতে টেনেছিলেন শার্দুল। ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন। এখন দেখার শার্দুল জাতীয় দলে ফেরেন কিনা!

আরও পড়ুন: ব্যাট তুলে বোঝালেন তিনি কিংবদন্তিদের ক্লাবেই, দেখতে দেখতে টেস্টে ১০ হাজারি স্মিথ...

রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিককারী মুম্বইয়ের বোলাররা হলেন:

জাহাঙ্গির বেহরামজি খোট (বোম্বে, অধুনা মুম্বই) বনাম বরোদা - ১৯৪৩-৪৪
উমেশ নারায়ণ কুলকার্নি (বোম্বে, অধুনা মুম্বই) বনাম গুজরাত-  ১৯৬৩-৬৪
আব্দুল মুসাভয় ইসমাইল (বোম্বে,অধুনা মুম্বই) বনাম সৌরাষ্ট্র - ১৯৭৩-৭৪
রয়স্টন হ্যারল্ড ডায়াস (মুম্বাই) বনাম বিহার - ২০২৩-২৪
শার্দুল ঠাকুর (মুম্বই) বনাম মেঘালয় - ২০২৪-২৫

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.