ইডেনে সচিনের রাজকীয় সংবর্ধনা আজ

সচিনের শততম শতরানের জন্য আজ ইডেনে রাজকীয় সম্বর্ধনার আয়োজন করছে সিএবি। সংবর্ধনার মূল আকর্ষণ সনাতন দিন্দার আঁকা ছবি। সনাতন দিন্দার ছবির পাশাপাশি সচিনের হাতে ধুতি এবং তাঁর স্ত্রী অঞ্জলির হাতে শাড়ি তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: May 12, 2012, 10:54 AM IST

সচিনের শততম শতরানের জন্য আজ ইডেনে রাজকীয় সম্বর্ধনার আয়োজন করছে সিএবি। সংবর্ধনার মূল আকর্ষণ সনাতন দিন্দার আঁকা ছবি। সনাতন দিন্দার ছবির পাশাপাশি সচিনের হাতে ধুতি এবং তাঁর স্ত্রী অঞ্জলির হাতে শাড়ি তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনি ১০০টি গিনি দিয়ে মাস্টার ব্লাস্টারকে সম্বর্ধনার ব্যবস্থা থাকছে। সচিনের প্রতিকৃতিকে ঘিরে থাকবে এই ১০০টি গিনি। কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স-এর ম্যাচের আগে হবে এই সচিন-বন্দনা অনুষ্ঠান।
তবে নিরাপত্তাজনিত কারণে সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন ভারতীয় ক্রিকেটের মহানায়ককে সম্মান জানানোর জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা বাতিল করেছে সিএবি। মাঠ ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে সচিনকে জিপে তুলে ইডেন চক্কর দেওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন সিএঐবি-কর্তারা। বৃহস্পতিবার সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকে সচিনের সম্বর্ধনা অনুষ্ঠান সূচি ঠিক করা হয়। শনিবার ম্যাচের আগে ৩ থেকে ৩টে ১৩ মিনিট পর্যন্ত চলবে সচিন-বন্দনা অনুষ্ঠান। সচিনের সম্বর্ধনার জন্য কলকাতা জুড়ে মোট ১০০টি কাট আউট লাগানো হয়েছে। দর্শকদের জন্য সচিনের ৬,৪০০ পোস্টারও তৈরি করা হয়েছে।
শুধুমাত্র সিএবিই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজকীয় সম্বর্ধনা দেওয়া হচ্ছে সচিন তেন্ডুলকরকে। রাজ্য ক্রীড়া দফতর থেকে সোনার ব্যাট ও বল দেওয়া হচ্ছে তাঁকে। এদিকে ইডেন সংস্কারের পর নতুন রূপের স্টেডিয়ামের  উদ্বোধন সচিনকে দিয়ে করানোর ইচ্ছা ছিল সিএবির। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য।

.