এক ইনিংসে দশ* সেঞ্চুরির মালিককে নিজের ব্যাট উপহার দিলেন সচিন
'ব্রহ্মাস্ত্র'। হ্যাঁ, 'ব্রহ্মাস্ত্র'ই উপহার পেলেন এক ইনিংসে দশ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ার মালিক প্রণব। ক্রিকেট ঈশ্বরের উপহারে গর্বিত মুম্বইয়ের ওই অটো চালকের ছেলে। পরীক্ষাটা না জেনেই দিয়েছিলেন। ১০০-তে ৫০ অথবা ৬০ রান করলেই ছিল A+। ১০০ গুণ ১০, ১০০০ রান করে মার্কশিটের নকশাই বদলে দিলেন প্রণব। ৫৩ ওভার ৫ বল ব্যাট করে রান করলেন ১০০৯*। ৩২৩ বলে তাঁকে আউট তো দূর, বল বিটই করাতে পারল না কোনও বোলার। স্ট্রাইক রেট ছিল ৩১২.৩৮। এই রেকর্ড ক্রিকেট ইতিহাসের ১০০ বছরের কোনও নথিতে গত বৃহস্পতিবার পর্যন্ত ছিল না। কিন্তু, নতুন ক্রিকেট ব্যাটে নতুন ইতিহাস লিখেলন প্রণব। এত লিখলেন, এত লিখলেন তবুও 'ভোথা' হল না ব্যাট। প্রণব যদি কখনও 'সচিন' হয়, হয়ত মিউজিয়ামে থাকবে এই ব্যাট। সঙ্গে লেখা থাকবে, এই ব্যাট দিয়েই বাউন্ডারির সেঞ্চুরি হয়েছিল। 'পথ চলতি বিমানের এয়ার হোস্টেসের চুম্বন নিতে মাঠের বাইরে বল গিয়েছিল ৩০ বার (ছয়)। আর বুলেট গতিতে সাদা দড়ির বাউন্ডারিটা লাল ডিউজের রক্তে ৭৮টি (চার) রক্ত ছাপ রেখে এসেছে'। প্রণবের কাছে এই ব্যাটের সম্মান অতুলনীয়। প্রণবের অস্ত্র এই ব্যাট। এবার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল 'ব্রহ্মাস্ত্র'। সেঞ্চুরির সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে একবারই। আর যিনি এই বিশ্বরেকর্ডের মালিক, তিনি নিজের 'ব্রহ্মাস্ত্র' তুলে দিলেন নতুনের হাতে। সচিনের ব্যাট হাতে নিয়ে অভিভূত প্রণব।
ওয়বে ডেস্ক: 'ব্রহ্মাস্ত্র'। হ্যাঁ, 'ব্রহ্মাস্ত্র'ই উপহার পেলেন এক ইনিংসে দশ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ার মালিক প্রণব। ক্রিকেট ঈশ্বরের উপহারে গর্বিত মুম্বইয়ের ওই অটো চালকের ছেলে। পরীক্ষাটা না জেনেই দিয়েছিলেন। ১০০-তে ৫০ অথবা ৬০ রান করলেই ছিল A+। ১০০ গুণ ১০, ১০০০ রান করে মার্কশিটের নকশাই বদলে দিলেন প্রণব। ৫৩ ওভার ৫ বল ব্যাট করে রান করলেন ১০০৯*। ৩২৩ বলে তাঁকে আউট তো দূর, বল বিটই করাতে পারল না কোনও বোলার। স্ট্রাইক রেট ছিল ৩১২.৩৮। এই রেকর্ড ক্রিকেট ইতিহাসের ১০০ বছরের কোনও নথিতে গত বৃহস্পতিবার পর্যন্ত ছিল না। কিন্তু, নতুন ক্রিকেট ব্যাটে নতুন ইতিহাস লিখেলন প্রণব। এত লিখলেন, এত লিখলেন তবুও 'ভোথা' হল না ব্যাট। প্রণব যদি কখনও 'সচিন' হয়, হয়ত মিউজিয়ামে থাকবে এই ব্যাট। সঙ্গে লেখা থাকবে, এই ব্যাট দিয়েই বাউন্ডারির সেঞ্চুরি হয়েছিল। 'পথ চলতি বিমানের এয়ার হোস্টেসের চুম্বন নিতে মাঠের বাইরে বল গিয়েছিল ৩০ বার (ছয়)। আর বুলেট গতিতে সাদা দড়ির বাউন্ডারিটা লাল ডিউজের রক্তে ৭৮টি (চার) রক্ত ছাপ রেখে এসেছে'। প্রণবের কাছে এই ব্যাটের সম্মান অতুলনীয়। প্রণবের অস্ত্র এই ব্যাট। এবার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল 'ব্রহ্মাস্ত্র'। সেঞ্চুরির সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে একবারই। আর যিনি এই বিশ্বরেকর্ডের মালিক, তিনি নিজের 'ব্রহ্মাস্ত্র' তুলে দিলেন নতুনের হাতে। সচিনের ব্যাট হাতে নিয়ে অভিভূত প্রণব।