WATCH | Rohit Sharma | IND VS NZ: বোঝো কাণ্ড, টস জিতে অধিনায়ক ভুলেই গেলেন কী করণীয়!

Rohit Sharma hilariously forgets what to do after winning toss: রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে দ্বিতীয় ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এদিন টস জিতে রোহিত শর্মা ভুলেই গেলেন যে, তাঁকে কী করতে হবে। যা নিয়ে হাসির রোল উঠে গেল মাঠে। অন্যদিকে নিউজিল্যান্ড ৬৪ রান তুলতে গিয়ে হারিয়ে ফেলল হাফ ডজন উইকেট।

Updated By: Jan 21, 2023, 03:21 PM IST
 WATCH | Rohit Sharma | IND VS NZ: বোঝো কাণ্ড, টস জিতে অধিনায়ক ভুলেই গেলেন কী করণীয়!
টসের সেই মুহূর্ত!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কাকে (IND VS SL) সাদা বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ করে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মাদের (Rohit Sharma) অতিথি হয়ে এসেছে টম ল্যাথামের (Tom Latham ) নিউজিল্যান্ড। ভারত সফরে (New Zealand tour of India) কিউয়িরা তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। গত বুধবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড ( IND VS NZ)। ভারত ১২ রানে জিতেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। শনিবার অর্থাৎ আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium, Raipur) চলছে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এদিন জিতলেই ব্যাক-টু-ব্যাক সিরিজ জিতবে ভারত। এদিন রায়পুরে টসের সময় রোহিত এমন এক কাজ করে বসলেন, যা নিয়ে কার্যত সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠে গেল। 

এদিন টসের সময় মাঠে রোহিত-ল্যাথামের সঙ্গেই ছিলেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। সঞ্চালকের ভূমিকায় রবি শাস্ত্রী। রোহিত টস করেন, কয়েন মাটিতে পড়ার পরেই, শ্রীনাথ জানিয়ে দেন যে, রোহিতই টসে জিতেছেন। এরপর তার থেকে জানতে চাওয়া হয় যে, তিনি ব্যাটিং না বোলিং করবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রোহিত খানিক ভ্যাবাচাকা খেয়ে যান। ল্যাথাম, শ্রীনাথ, শাস্ত্রী সকলেই অবাক হয়ে যান রোহিতকে ইতস্তত করতে দেখে। কার্যত রোহিত ভাবতে শুরু করে দেন যে, তিনি কী সিদ্ধান্ত নেবেন! যা দেখে সকলেই চমকে যান। এরপর রোহিত আরও কিছুটা সময় নিয়েই জানান যে, তাঁর টিম প্রথমে বল করবে। এই ঘটনার পর মাঠে ও কমেন্ট্রি বক্সে হাসির রোল ওঠে। এই ঘটনার প্রসঙ্গে রোহিত বলেন, 'আমি ভুলেই গিয়েছিলাম যে, কী করতে হবে। আসলে দলে টস নিয়ে এত আলোচনা হয়েছে, কী আর বলব! কঠিন পরিবেশে নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই। তবে আমরা আগে বল করব। ভালো পরীক্ষায় আমাদের পড়তে হবে। ধীরে উইকেট ব্যাট করার জন্য ভালো হবে। সামনে চ্যালেঞ্জ রয়েছে।'

আরও পড়ুনWATCH | Ravindra Jadeja: অজিযুদ্ধের প্রস্তুতি শুরু জাদেজার, ব্যান্ডেজ বেঁধে নেমে পড়লেন অনুশীলনে!

গত ম্য়াচে শুভমান গিলের বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে (১৪৯ বলে ২০৮) ভর করে ভারত তুলেছিল আট উইকেটে ৩৪৯। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড থেমে যায় ৩৩৭ রানে। সাতে নামা মিচেল ব্রেসওয়েলের ব্যাটে (৭৮ বলে ১৪০) নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস থ্রিলার প্রায় জিতেই নিচ্ছিল। ওদিন মহম্মদ সিরাজ চার উইকেট নেন। দুইটি করে উইকেট পান কুলদীপ যাদব ও শার্দূল ঠাকুর। একটি উইকেট পান শামি। রোহিত এদিনও বেসওয়েলের প্রশংসা করে বলেন,  'ব্রেসওয়েল দারুণ ব্যাট করেছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিই। অনুশীলনে বুঝেছি যে, মাঠে শিশির ছিল। তবে কিউরেটররা বলেছেন যে, শিশির দিনের খেলার কোনও সমস্যা করবে না। আমরা হায়দরাবাদে প্রথম ব্যাট করেছি, এখানে প্রথম বল করতে চেয়েছিলাম।' টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মুখ থুবড়ে পড়েছে। ২১ ওভার শেষে দলের হাফ ডজন উইকেট চলে গিয়েছে মাত্র ৬৪ রানে। শামি নিয়েছেন তিন উইকেট। সিরাজ, শার্দূল ও হার্দিক নিয়েছেন একটি করে উইকেট। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই পরিসংখ্যান)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.