Rafael Nadal, Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা
চরম টানটান লড়াইয়ে একাধিকবার পিছিয়ে গিয়েছিলেন রাফা। কিন্তু অভিজ্ঞতাকে সম্বল করে চিরপ্রতিদ্বন্দ্বী জোকারের মতোই ম্যাচ নিজের দখলে আনলেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।
![Rafael Nadal, Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা Rafael Nadal, Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/07/381587-nadal.jpg)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রবল প্রতিপক্ষ নোভাক জকোভিচের মতো কঠিন লড়াই জিতলেন রাফায়েল নাদাল। শেষ চারে টিকিট পাওয়ার ম্যাচে রাফাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছিলেন ২৪ বছরের টেলর ফ্রিৎজ। তবে স্প্যানিশ তারকাও এ বার কামব্যাক করলেন। ঠিক সার্বিয়ার জোকারের মতোই। পাঁচ সেটের লড়াই নাদাল জিতলেন ৪ ঘণ্টা ২০ মিনিটের টান টান লড়াইয়ের পর। খেলার ফল নাদালের পক্ষে। ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪)।
তলপেটের ছেঁড়া পেশি নিয়ে অনেকদিন ধরেই ভুগছেন। সঙ্গে যোগ হয়েছিল পায়ের চোট। তবুও এই দুই জোড়া চোট উপেক্ষা করে ঘাসের কোর্টে নাদাল-রাজ চলছে।
আরও পড়ুন: Sania Mirza, Wimbledon 2022: স্বপ্ন অধরা, পার্টনারের ভুলে খালি হাতে বিদায় নিলেন সানিয়া
চরম টানটান লড়াইয়ে একাধিকবার পিছিয়ে গিয়েছিলেন রাফা। কিন্তু অভিজ্ঞতাকে সম্বল করে চিরপ্রতিদ্বন্দ্বী জোকারের মতোই ম্যাচ নিজের দখলে আনলেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।