উয়েফা নেশনস লিগে সবার আগে শেষ চারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা, হার বিশ্বচ্যাম্পিয়নদের

এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারে পর্তুগিজরা। অন্যদিকে মিলানের সান সিরোতে একেবারেই ভালো সময় যাচ্ছে না ইতালির।

Updated By: Nov 18, 2018, 03:26 PM IST
উয়েফা নেশনস লিগে সবার আগে শেষ চারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা, হার বিশ্বচ্যাম্পিয়নদের

নিজস্ব প্রতিবেদন : সান সিরোতে ইতালির সঙ্গে গোলশূন্য ড্র। উয়েফা নেশনস লিগে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা করে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল। অন্যদিকে টানা ১৫ ম্যাচ পর হারের মুখ দেখল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপ জেতার পর নেদারল্যান্ডসের কাছে প্রথম হারের মুখ দেখল ফরাসিরা।

আরও পড়ুন - গুরপ্রিতের হাস্যকর ভুলে 'এশিয়ান তিমি'র কাছে হারল ভারত

জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি নিয়ে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন সিআর সেভেন৷ তাতে কী! শনিবার শক্তিশালী ইতালির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল ফার্নান্দো স্যান্টোসের ছেলেরা৷ এদিনই দেশের জার্সিতে শততম ম্যাচ খেললেন ইতালির ডিফেন্ডার কিয়েলিনি। ইতালির সপ্তম ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন তিনি৷ কিয়েলিনির শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না আজুরিরা।

সান সিরোতে গোলশূন্য ড্র করায় উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে গেল ইতালি৷ লিগ এ-র গ্রুপ ৩ য়ে ৪ ম্যাচে ইতালির পয়েন্ট ৫, ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল৷ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পোল্যান্ডের৷ গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি পর্তুগাল৷ এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারে পর্তুগিজরা। অন্যদিকে মিলানের সান সিরোতে একেবারেই ভালো সময় যাচ্ছে না ইতালির। ২০১৭ সালের নভেম্বরে সুইডেনের কাছে হেরে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের যোগ্যাতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি৷ সেই মাঠেই পর্তুগালের সঙ্গে ড্র করে উয়েফা নেশেনস লিগ থেকে ছিটকে গেল চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ সান সিরো যেন তাই ক্রমেই অভিশপ্ত হয়ে উঠছে আজুরিদের কাছে। 

অন্যদিকে রাশিয়ায় বিশ্বকাপ জেতার পর রটারড্যামে প্রথম হারের মুখ দেখল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হারল ফরাসিরা। ডাচদের হয়ে দুটি গোল করেন উইজনালদাম এবং ডেম্পেই। ফ্রান্স হারলেও নেশনস লিগে লিগ এ-র গ্রুপ ১ য়ে চার ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্রান্স। কিন্তু জেতায় নেদারল্যান্ডসের কিছুটা সুবিধে হল ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। গ্রুপের অন্য দল জার্মানি ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচ ড্র করলেই বিশ্বচ্যাম্পিয়নদের টপকে উয়েফা নেশনস লিগের শেষ চারে পৌঁছে যাবে রোনাল্ডো কোমানের নেদারল্যান্ডস।   

.