IPL 2021: CSK-এর সঙ্গে সম্পর্ক শেষ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার
মোট ছয় ক্রিকেটারকে অবশ্য ছেড়ে দিল সিএসকে।
নিজস্ব প্রতিবেদন: ব্যক্তিগত কারণে ২০২০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি হরভজন সিং। সিএসকে-র সঙ্গে সম্পর্ক শেষ ভাজ্জির। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন।
২০১৮ সালে আইপিএলের নিলামে হরভজন সিংকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। দু বছর সিএসকে জার্সিতে থাকার পর গতবার আইপিএলে খেলেননি তিনি। পরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে আর দেখা যাবে না ভাজ্জিকে।
As my contract comes to an end with @ChennaiIPL, playing for this team was a great experience..beautiful memories made &some great friends which I will remember fondly for years to come..Thank you @ChennaiIPL, management, staff and fans for a wonderful 2years.. All the best..
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 20, 2021
টুইট করে ভাজ্জি লিখেছেন, "চেন্নাইয়ের সঙ্গে আমার চুক্তি শেষ। এই দলের হয়ে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। অনেক স্মৃতি রয়েছে। বেশ কিছু বন্ধু পেয়েছি। যাদের আগামী দিনে মনে রাখব। দুটো দুরন্ত বছর কাটানোর জন্য চেন্নাই ম্যানেজমেন্ট, স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ। শুভেচ্ছা রইল।"
আরও পড়ুন - আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত BCCI প্রেসিডেন্ট পদে বহাল Sourav Ganguly, সচিব পদে Jay Shah
According to Leo, #Yellove finish with SIX and bid adieu emotions, coming soon! #StayTuned
— Chennai Super Kings (@ChennaiIPL) January 20, 2021
তবে ব্যক্তিগত কারণে ২০২০ সালে দুবাইয়ে গিয়েও আইপিএল না খেলে দেশে ফিরে আসেন সুরেশ রায়না। ২০২১ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসেই থাকছেন সুরেশ রায়না। তবে পীযুষ চাওলা, কেদার যাদব, হরভজন সিং, শেন ওয়াটসন, মুরলী বিজয় এবং মনু সিং- মোট ছয় ক্রিকেটারকে অবশ্য ছেড়ে দিল সিএসকে।
আরও পড়ুন - ICC Test Ranking-এ উইকেটকিপারদের মধ্যে সেরা ব্রিসবেনের নায়ক Rishabh Pant