তৃতীয় বিয়ে সেরে হানিমুনে চললেন ৭৩ বছরের পেলে
৭৩ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করে এবার হানিমুনে চললেন কিংবদন্তি পেলে।
![তৃতীয় বিয়ে সেরে হানিমুনে চললেন ৭৩ বছরের পেলে তৃতীয় বিয়ে সেরে হানিমুনে চললেন ৭৩ বছরের পেলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/17/28135-pele630.jpg)
ওয়েব ডেস্ক: ৭৩ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করে এবার হানিমুনে চললেন কিংবদন্তি পেলে। অবশ্য ঠিক কতো তারিখে বিয়ে করেছেন ফুটবলের কালো মানিক তা স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এখন সাও পাওলোতে থিতু হতে চাইছেন এই নবদম্পতি।
ব্রাজিলের এক ওয়েবসাইটের খবর অনুযায়ী দু দিন আগে নিজের থেকে ২৫ বছরের ছোট জাপানের মহিলা ব্যবসায়ী মারসিয়া সিবেল আওকির (৪৮) সঙ্গে গাঁটছাড়া বাধেন ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার। ২০১০ সাল থেকে এই আওকির সঙ্গে পেলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যাচ্ছিল।
১৯৬৬ সালে পেলে প্রথম বিয়ে করেন রোসমেরি দস রেস চোলবি। প্রথম পক্ষের বিয়েতে দুটি সন্তানও হয় পেলের। ১৯৮২ সালে রোসমেরির সঙ্গে ডিভোর্স হয়ে যায় পেলের। ১৯৮১-৮৬ পেলের জীবনে দ্বিতীয় প্রেমের কথা শোনা যায়। সেবার পেলের গার্লফ্রেন্ড ছিল ১৭ বছরের মডেল জুজক্সা। ১৯৯৪ সালে পেলের দ্বিতীয়বার বিয়ে হয় সাইকোলজিস্ট আলিরিয়া লেমোস সেক্সাসের সঙ্গে। ১৯৯৬ সালে পেলের দ্বিতীয় পক্ষের স্ত্রীর যমজ সন্তান হয়।