কোভিড আবহে Neymar-এর New Year's party-তে ৫০০ জন আমন্ত্রিত!
ব্রাজিলের (Brazil) করোনার প্রকোপ এখনও কমেনি। লাতিন আমেরিকার এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ছাড়িয়েছে।
![কোভিড আবহে Neymar-এর New Year's party-তে ৫০০ জন আমন্ত্রিত! কোভিড আবহে Neymar-এর New Year's party-তে ৫০০ জন আমন্ত্রিত!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/29/298758-neymar.jpg)
নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলে (Brazil) করোনাভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। কোভিড (COVID-19) আবহেই নতুন বছরের পার্টিতে মাততে চলেছেন ব্রাজিলিয় ফুটবল তারকা নেইমার (Neymar)। আর সেই পার্টিতে নাকি পাঁচশ জন আমন্ত্রিত! যে খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ব্রাজিলের (Brazil) করোনার প্রকোপ এখনও কমেনি। লাতিন আমেরিকার এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ছাড়িয়েছে। আর সেখানেই কোভিড (COVID-19) বিধিকে শিকেয় তুলে নিউ ইয়ার্স পার্টিতে পাঁচশ জন নিমন্ত্রিত! ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে ১০৫ কিলোমিটার দূরে মাঙ্গারাতিবাতে ( Mangaratiba) ইংরেজি নববর্ষের এই উত্সব বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ISL 2020-21: দুর্গরক্ষা অরিন্দমের, চেন্নাইয়ন এফসি-র সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ATK Mohun Bagan
নেইমারের (Neymar) এই পার্টির খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। পার্টি আয়োজনের দায়িত্বে থাকা সংস্থাটি অবশ্য দাবি করেছে, এই তথ্য ভুল। ৫০০ জন নয়, ১৫০ জন আমন্ত্রিত ওই পার্টিতে। এমনকী সেখানে কঠোরভাবে মেনে চলা হবে কোভিড (COVID-19) বিধি।
আরও পড়ুন- পয়া মেলবোর্নে নয়, তৃতীয় টেস্ট ভারত কোথায় খেলবে, জানাল Cricket Australia