ইডেনে ৪ - ০ করল নিউজিল্যান্ড, বাংলাদেশ করল ০ – ৪!
ইডেনে বাংলাদেশ শুধু হারল না। একেবারে লজ্জার হার হারতে হল। ম্যাচে যেন আত্মসমর্পন করে ফেললেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড এদিন তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান।
![ইডেনে ৪ - ০ করল নিউজিল্যান্ড, বাংলাদেশ করল ০ – ৪! ইডেনে ৪ - ০ করল নিউজিল্যান্ড, বাংলাদেশ করল ০ – ৪!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/26/52185-sodhi26-3-16.jpg)
ওয়েব ডেস্ক : ইডেনে বাংলাদেশ শুধু হারল না। একেবারে লজ্জার হার হারতে হল। ম্যাচে যেন আত্মসমর্পন করে ফেললেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড এদিন তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান।
৫ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভাবা গিয়েছিল, রানটা টপকালেও টপকাতে পারে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড প্রমাণ করল, তাঁরাই এখনও পর্যন্ত বিশ্বকাপের সেরা দল। আর বাংলাদেশ প্রমাণ করল, সেরাদের সঙ্গে ভালো খেলার এখনও অনেক বাকি আছে তাদের। কারণ, বাংলাদেশ অল আউট হয়ে গেল মাত্র ৭০ রানে! তাও ১৫.৪ ওভারেই!
দলরে হয়ে ২ অঙ্কের রান করেছেন শুধু শুভাগত (১৬), সাব্বির রহমান (১২) এবং মিঠুন (১১)। কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন সোধি এবং এলিয়ট।