জঘন্য রেফারিং, কেরালার কাছে হেরে মেজাজ হারালেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো
নিজের পঞ্চাশ বছরের ফুটবল জীবনে আইএসএলের মত জঘন্য রেফারিং দেখেননি বলে দাবি ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর।
![জঘন্য রেফারিং, কেরালার কাছে হেরে মেজাজ হারালেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো জঘন্য রেফারিং, কেরালার কাছে হেরে মেজাজ হারালেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/10/70024-isl-zico.jpg)
ব্যুরো: নিজের পঞ্চাশ বছরের ফুটবল জীবনে আইএসএলের মত জঘন্য রেফারিং দেখেননি বলে দাবি ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর।
মঙ্গলবারের ম্যাচের রেফারিংকে লজ্জা হিসেবে বর্ণনা করেছেন এফ সি গোয়া দলের কোচ। কেরালার কাছে ১-২ গোলে হেরে যাওয়ার পর আর মেজাজ ঠিক রাখতে পারেননি ব্রাজিলের কিংবদন্তী। তাঁর দলের দুজন ফুটবলারকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জিকো। একধাপ এগিয়ে নিউজিল্যান্ডের রেফারিদের দিয়ে আইএসএলের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তী।
জিকো সাফ বলেছেন নিউজিল্যান্ডের রেফারিদের আইএসএলের ম্যাচে পরিচালনা করার সুযোগ দেওয়াই উচিত নয়। ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে স্পেন, ইতালি, ইংল্যান্ডের মতো দেশ থেকে রেফারি আনা উচিত বলে মনে করেন জিকো। তবে এত কিছুর পরও জিকোর শাস্তি হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা কলকাতায় এসে রেফারিংয়ের সমালোচনা করার পরও পার পেয়েছিলেন তিনি।