মাহির হয়ে ব্যাট ধরলেন মহারাজ
ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে তাই সকলের সম্মান জানানো উচিত বলেও মনে করেন মহারাজ।
![মাহির হয়ে ব্যাট ধরলেন মহারাজ মাহির হয়ে ব্যাট ধরলেন মহারাজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/24/110176-sourav-on-dhoni.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের প্রশংসায় আর এক প্রাক্তন ভারত অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির হয়ে এবার ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন,"একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে ধোনি খুব ভাল। এমএসকে পেরিয়ে যাওয়া সত্যিই খুব কঠিন।"
এখন পর্যন্ত ৩১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহি। পাশাপাশি ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ২০১১ সালে ৫০ ওভারের ক্রিকেটে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে তাই সকলের সম্মান জানানো উচিত বলেও মনে করেন মহারাজ। এপ্রসঙ্গে সৌরভ জানান,"ধোনির অবদানকে সম্মান জানাতেই হবে।অন্যরাও তো সুযোগ পাবে নিজেদের তুলে ধরার জন্য।"
আরও পড়ুন- আইপিএলে কি খেলতে পারবেন ক্রিস লিন ?