৫০০ লোকের চাকরি দেবেন ধোনি!
Updated By: Aug 25, 2017, 04:32 PM IST
ওয়েব ডেস্ক: প্রায় ৫০০ লোককে চাকরি দেবেন মহেন্দ্র সিং ধোনি। অবাক হবেন না! বিষয়টি সত্যি। একটু খোলসা করে বলা যাক।
নিজের রাজ্য রাঁচিতে ধোনি পাঁচতারা হোটেল তৈরি করতে চলেছেন। এই হোটেল তৈরির জন্য ধোনি তিনশো কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানা গিয়েছে। আর হোটেল করলে সেখানে তো লোক নিয়োগ করতেই হবে। কমপক্ষে পাঁচশো জন কর্মী নিয়োগ করতে হবে সেই হোটেলে। অর্থাৎ কর্মসংস্থান বাড়বে রাঁচিতে। আর তা ধোনির হাত ধরেই।
ধোনির আগে হোটেল ব্যবসায় নেমেছেন কপিলদেব নিখাঞ্জ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। বিরাট কোহলিরও হোটেল রয়েছে। এবার হবে ধোনির। অগ্রজ ক্রিকেটারদের দেখানো পথ ধরেই হোটেল ব্যবসায় নামতে চলেছেন রাঁচির রাজপুত্র। একের পর এক সাফল্য ভারতকে এনে দিয়েছেন ধোনি। এ বার কর্মসংস্থানও করবেন ধোনি।