Team India Squad For England T20 Series: ইডেনেই দেশের জার্সিতে শামি, ইংরেজদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড, বাদ একাধিক সুপারস্টার!

Mohammed Shami Makes Comeback For India vs England T20Is: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর ফের আবার জাতীয় দলে প্রত্যাবর্তন মহম্মদ শামির!

Updated By: Jan 11, 2025, 09:11 PM IST
Team India Squad For England T20 Series: ইডেনেই দেশের জার্সিতে শামি, ইংরেজদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড, বাদ একাধিক সুপারস্টার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Team India Squad For England T20 Series) দল বেছে নিল অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর ফের শামিকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। আর 'ঘরের মাঠ' ইডেনেই প্রত্যাবর্তন তাঁর। শামি ছাড়াও নির্বাচকরা ধ্রুব জুরেলকে নিয়েছেন সঞ্জু স্যামসনের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে। ঋষভ পন্থকে  (Rishabh Pant) বাদ দেওয়া হয়েছে এই সিরিজে। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে পন্থকে কেন নেওয়া হল না এই সিরিজে তা নিয়ে প্রশ্ন থেকে যাবে!

আরও পড়ুন:  চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ধাক্কা, ভারত-বাংলাদেশের জোড়া নক্ষত্রের আচমকাই অবসর!

দলে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে জিতেশ শর্মার জায়গায় জুরেল! অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ায় মোহিত করেছেন। রমনদীপ সিংকে জায়গা ছেড়ে দিতে হল নীতীশকে। টি-২০ বিশ্বকাপজয়ী শিবম দুবেকেও বাদ দেওয়া হয়েছে। একদিকে অভিষেক শর্মাকে যেমন ওপেনার হিসেবে ধরে রাখা হয়েছে, তেমনই আবার যশস্বী জয়সওয়ালের নাম বাদ পড়েছে। সম্ভবত অস্ট্রেলিয়ায় সম্প্রতি পাঁচ টেস্টে ৩৯১ রান করার পর নির্বাচকরা তাঁকে বিশ্রাম দিতে চেয়েছিলেন। রিয়ান পরাগের নামও বাদ গিয়েছে। জানা যাচ্ছে তাঁকে চোট ভোগাচ্ছে। নির্বাচকরা আপাতত শুধুমাত্র টি-টোয়েন্টি দল নির্বাচন করেছেন এবং তিন ম্যাচের ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য ওয়ানডে দল পরে নির্বাচন করবেন বলেই রিপোর্ট।

আরও পড়ুন: অশ্বিনের পর অবসরে এই কিংবদন্তি! এক পোস্টে উত্তাল ভারতীয় ক্রিকেট, কী চলছে...!

ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
২২ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টিআই (কলকাতা)
২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টিআই (চেন্নাই)
২৮ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টিআই (রাজকোট)
৩১ জানুয়ারি: চতুর্থ টি-টোয়েন্টি আই (পুণে)
২ ফেব্রুয়ারি: পঞ্চম টি-টোয়েন্টিআই(মুম্বই)

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চমক! ভারতীয় ক্রিকেটে জোড়া বদল, রবির বৈঠকে বিরাট ঘোষণা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

.