পাকিস্তানের ক্রিকেটপাড়াতেও সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি -র মধ্যে দিয়েই সুশান্ত সিং রাজপুত জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রীড়াজগতে। স্বাভাবিকভাবেই শোকের ছায়া ক্রীড়াজগতে।
নিজস্ব প্রতিবেদন: পর্দার ধোনি আর নেই। অনেক স্মৃতি, ছবি, মনে রাখার মতো ঘটনা ফেলে রেখে সুশান্ত সিং রাজপুত চলে গেলেন অনন্তের পথে। এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি -র মধ্যে দিয়েই সুশান্ত সিং রাজপুত জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রীড়াজগতে। স্বাভাবিকভাবেই শোকের ছায়া ক্রীড়াজগতে। সেই শোক ছুঁয়ে গেল ওয়াঘার ওপারেও।
শুধুমাত্র ভারতের ক্রিকেটপাড়াতেই নয় পাকিস্তানের ক্রিকেটপাড়াতেও সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার মর্মাহত ও শোকস্তব্ধ। টুইট করে লিখলেন, "একটা অসাধারণ জীবনের আলো নিভে গেল। মহেন্দ্র সিং ধোনির জীবনকে ও যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিল আমি তা দেখেছি ..."
Very sad to hear about such a precious loss of life. I had seen #SushanthSinghRajput's perfect portrayal of #MSDhoni. He was a very hardworking young man. pic.twitter.com/1lcd1ZDRUu
— Shoaib Akhtar (@shoaib100mph) June 14, 2020
- Shocked to hear about Shushant Singh commiting suicide, life is a long beautiful inning, 34 was not the age to let go, may your soul rest in peace #ShushantSinghRajput (1986-2020) gone too soon.
— Shoaib Malik (@realshoaibmalik) June 14, 2020
পাক ক্রিকেটার শোয়েব মালিক লিখেছেন, "সুশান্তের মৃত্যুর খবরে বিচলিত মা। ৩৪ বছর মারা যাওয়ার বয়স হতে পারে না .. আত্মার শান্তি কামনা করি, অনেক আগেই চলে গেলে।"
At a loss for words. Shocked about news regarding Sushant. My condolences with his family and friends. #ripsushant
— Wahab Riaz (@WahabViki) June 14, 2020
ওয়াহাব রিয়াজ লিখেছেন, "কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি.. সুশান্তের খবর শুনে অবাক।"
আরও পড়ুন - IPL 2020: ক্রোড়পতি লিগের সম্ভাব্য দিনক্ষণ জেনে নিন