কিং খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম
বিশ্বকাপ শেষ। আরও এক ক্রিকেট উৎসবের জন্য তৈরি ভারত। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল সিজন ৯। তার আগে নিজের টিমকে আরও একটু তাতিয়ে তুলতে শাহরুখ খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম, আমি কেকেআর।
Updated By: Apr 7, 2016, 11:06 AM IST
![কিং খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম কিং খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/07/52858-03kkr-anthem.jpg)
ওয়েব ডেস্ক: বিশ্বকাপ শেষ। আরও এক ক্রিকেট উৎসবের জন্য তৈরি ভারত। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল সিজন ৯। তার আগে নিজের টিমকে আরও একটু তাতিয়ে তুলতে শাহরুখ খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম, আমি কেকেআর।
করব, লড়ব, জিতব রে/ করব লড়ব রে, জিতব রে। নাইটদের এই থিম সংয়ের সঙ্গে এবার দেখা যাবে নতুন অ্যানথেম। কেকেআর ক্রিকেটাররা ছাড়াও এই অ্যানথেম ভিডিওতে রয়েছেন কিং খান নিজেও। আইপিএল উতসবে কলকাতার রন্ধ্রে রন্ধ্রে থাকবে কেকেআর। এমনটাই দেখানো হয়েছে ভিডিওতে। বাদশার গলাতে শোনা যাচ্ছে কলকাতার ক্রিকেট প্রেমের গল্প।