IPL 2021: নাইটদের আবেগে ফুটছে কেকেআরের ড্রেসিংরুম! ভিডিয়ো মন ভাল করে দেবে
নাইটদের আবেগে ফুটছে কলকাতার সাজঘর।
![IPL 2021: নাইটদের আবেগে ফুটছে কেকেআরের ড্রেসিংরুম! ভিডিয়ো মন ভাল করে দেবে IPL 2021: নাইটদের আবেগে ফুটছে কেকেআরের ড্রেসিংরুম! ভিডিয়ো মন ভাল করে দেবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/21/346698-eeeeeee.jpg)
নিজস্ব প্রতিবেদন: আরসিবি-র বিরুদ্ধে নামার আগে আইপিএলের প্রথম ভাগে ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। সাতের মধ্যে পাঁচ ম্যাচই হেরেছিল তারা! লিগ তালিকায় সাত নম্বরে নেমে গিয়েছিল কেকেআর। কিন্তু অইন মর্গ্যানদের চেহারাটাই বদলে গিয়েছে আরসিবি-কে দুরমুশ করে। লিগ তালিকায় পাঁচে উঠে এসেছে কেকেআর।
আরও পড়ুন: AB de Villiers: রাসেলের ইয়র্কারে বোল্ড এবিডি, টুইটারে ট্রোলড হচ্ছেন গম্ভীর!
মরুদেশে দুরন্ত পারফরম্যান্সে আরসিবি-কে প্রথম ম্যাচেই ৯ উইকেট হেলায় হারিয়ে দিয়েছে তারা। ম্যাচের পর ড্রেসিংরুমেও ফুটে উঠেছে সেই ছবিটা। আন্দ্র রাসেল ও হরভজন সিংরা মেতে আছেন নিজেদের মধ্যে। নাইটদের আবেগে ফুটছে কলকাতার সাজঘর। আর সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করল কেকেআর। যে আরসিবি আইপিএলের প্রথম পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জিতে অশ্বমেধের মতো ঘোড়ার মতো ছুটছিল, তারাই চূড়ান্ত হতাশ করল প্রথম ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল আরসিবি। আর এই ম্যাচে ৬০ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে হেলায় জিতে নিল অইন মর্গ্যান অ্যান্ড কোং।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)