Babar Azam: 'আগে কোহলির মতো হয়ে দেখাও, তারপর অধিনায়ক হবে'! বিস্ফোরক পাক মহারথী

তিন ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর। তাঁকে ব্যাটিংয়ের কথাই বলেছিলেন আকমল। তিনি আরও বলেন, 'আমি বাবরকে বলেছিলাম, ও ব্যাটিংয়ে মনোযোগ দিক। ও প্রচুর রান করছে। আশা করি তেমনটাই করতে পারবে। ওর ফ্লো দারুণ। ওর খেলা মানুষ উপভোগ করে।'

Updated By: Sep 15, 2022, 04:50 PM IST
Babar Azam: 'আগে কোহলির মতো হয়ে দেখাও, তারপর অধিনায়ক হবে'! বিস্ফোরক পাক মহারথী
বাবর আজমকে নিয়ে বড় কথা কামরান আকমলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে এশিয়া কাপের (Asia Cup 2022) আগে পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু এশিয়ার সেরা দল হওয়ার লড়াইয়ে পাকিস্তান (Pakistan) ফাইনালে হারতেই, বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেল। বাবরের দেশেরই প্রাক্তনদের একাংশ বলতে শুরু করে দিলেন যে, বাবরের অধিনায়কত্ব থেকে সরে আসার সময় এসেছে। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল (Kamran Akmal) জানিয়ে দিলেন যে, তিনি বাবরকে পাকিস্তানের ক্যাপ্টেন হতেই বারণ করেছিলেন বহুদিন আগেই। 

আকমল তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'ফয়সলাবাদে বাবর যখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচে টস করতে এসেছিল, আমি জানতে পারি যে, ওকে অধিনায়ক করা হয়েছে। তখন আমি ওকে ক্যাপ্টেন হতে বারণ করেছিলাম। আমার মনে হয়নি ওর অধিনায়ক হওয়ার সময় এসেছে। আগামী ২-৩ বছর ও মাঠে সেরা পারফরম্যান্স দিক। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ওর ওপর নির্ভরশীল। আগে ও বিরাট কোহলি বা স্টিভ স্মিথের জায়গায় যাক, আগে ৩৫-৪০টি সেঞ্চুরি করে নিক। তারপর ও ক্যাপ্টেনসি করুক। সরফরাজ দায়িত্ব ছাড়ার পরেই ও ক্যাপ্টেন হবে। বাবরের সিদ্ধান্ত ওর ব্যক্তিগত। নিশ্চয়ই ওর কাছের যারা, তারা ওকে ক্যাপ্টেন হওয়ার পরামর্শ দিয়েছিল। '

আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022 : রোহিত-বাবরের লড়াই দেখার তীব্র উন্মাদনা, আশি হাজার টিকিটের মধ্যে ৫০ হাজার ভারতীয়দের দখলে

তিন ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর। তাঁকে ব্যাটিংয়ের কথাই বলেছিলেন আকমল। তিনি আরও বলেন, 'আমি বাবরকে বলেছিলাম, ও ব্যাটিংয়ে মনোযোগ দিক। ও প্রচুর রান করছে। আশা করি তেমনটাই করতে পারবে। ওর ফ্লো দারুণ। ওর খেলা মানুষ উপভোগ করে। অধিনায়কত্ব ওকে চাপে ফেলবে। প্রভাব ফেলবে ব্যাটিংয়ে। এখন সেটা দেখা যাচ্ছে। একই সঙ্গে এখন ওকে অধিনায়কত্ব থেকে সরানো বিরাট ভুল হবে টিম ম্যানেজমেন্টের জন্য। পাক ক্রিকেট পিছনে চলে যাবে। ' আকমল বুঝিয়ে দিলেন যে, এখন পাক দলে বাবরের কোনও ব্যতিক্রম নেই। ফলে গুরুদায়িত্ব থাক তাঁর কাঁধেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.