কাম্বলির মন্তব্যে ঝড়
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিস্ফোরক মন্তব্য আবার ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেটে। উনিশো ছিয়ানব্বই-এর বিশ্বকাপ সেমিফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন কাম্বলি। তাঁর অভিযোগের তির তত্কালিন অধিনায়ক আজহারউদ্দীনের দিকে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিস্ফোরক মন্তব্য আবার ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেটে। উনিশো ছিয়ানব্বই-এর বিশ্বকাপ সেমিফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন কাম্বলি। তাঁর অভিযোগের তির তত্কালিন অধিনায়ক আজহারউদ্দীনের দিকে। কাম্বিলর মতে সেদিন টিম মীটিংয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় দলের অধিনায়ক আজহারুদ্দিন টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন। অধিনয়াকের এই সিদ্ধান্ত তাঁকে চমকে দিয়েছিল বলে জানিয়েছেন কাম্বলি। সেই সময়ের টিম ম্যানেজার অজিত ওয়াদেকরের দিকেও আঙুল তুলেছেন কাম্বলি। ওয়াদেকর সব ব্যাপারটাই জানতেন বলে দাবি কাম্বিলর। সচিন আউট হওয়ার পর বাকি ক্রিকেটারদের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে কাম্বলির যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আজহারুদ্দিন। তাঁর মতে কাম্বলি হতাশায় এবং টাকার লোভে বিতর্কিত মন্তব্য করছেন। আজহারের বক্তব্য দলের সবাই মিলে আলোচনা করেই বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।