IPL 2019, MIvCSK: আইপিএল এল ক্লাসিকোয় চিপকে চেন্নাই-মুম্বই দ্বৈরথ
হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে চিপক থেকেই ফাইনালের টিকিট কনফার্ম করতে চাইছে ধোনির দল।
![IPL 2019, MIvCSK: আইপিএল এল ক্লাসিকোয় চিপকে চেন্নাই-মুম্বই দ্বৈরথ IPL 2019, MIvCSK: আইপিএল এল ক্লাসিকোয় চিপকে চেন্নাই-মুম্বই দ্বৈরথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/07/191411-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে আজআইপিএলের প্রথম কোয়ালিফায়ার। মুখোমুখি চেন্নাই-মুম্বই। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে চিপক থেকেই ফাইনালের টিকিট কনফার্ম করতে চাইছে ধোনির দল। অন্যদিকে ধোনির দলকে হারিয়েই হায়দরাবাদের টিকিট কনফার্ম করতে মরিয়া রোহিতের মুম্বই ব্রিগেড।
চলতি মরশুমে আইপিএলে দুইবারের সাক্ষাতেই চেন্নাইকে হারিয়েছে রোহিত শর্মার মুম্বই। সেই ধারাবাহিকতাই মঙ্গলবারের কোয়ালিফায়ার-১ এ ধরে রাখতে মরিয়া মুম্বই। ধোনির দলকে হারাতে মুম্বইয়ের বাজি হার্দিক পাণ্ডিয়া। শেষ ম্যাচে কেকেআর-কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠা মুম্বই ছন্দে রয়েছে। অন্যদিকে শেষ ম্যাচে পঞ্জাবের কাছে হারতে হয়েছে চেন্নাইকে। মঙ্গলবার নিজেদের ডেরায় 'শের' হয়ে উঠতে চাইছে চেন্নাই। চিপকে লড়াই ক্যাপ্টেন কুল বনাম হিটম্যামের। মহারণে ইয়েলো ব্রিগেড- ব্লু ব্রিগেড। চেন্নাইয়ের হয়ে আজ আইপিএলে শততম ম্যাচ খেলতে নামবেন রবীন্দ্র জাদেজা। আর আজ জিতলেই আইপিএলে শততম জয় পাবে সিএসকে। সিএসএকে জার্সিতে শততম ম্যাচে সেঞ্চুরি আইপিএল জয়ের দোরগোড়ায় জাদেজা ও চেন্নাই।
প্রথম কোয়ালিফায়ারে কী হতে পারে দুই দলের প্রথম একাদশ জেনে নিন-
মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, কায়রণ পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়া, অনকূল রয়,রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা, জশপ্রীত বুমরাহ।
চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: শ্যেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, এমএস ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির।
আরও পড়ুন - হার্দিকের সঙ্গে ছবি শেয়ার করে ট্রোলড এই অভিনেত্রী