RCB | IPL 2023: 'আমরা প্লেঅফে জায়গা পাওয়ার যোগ্য নই!' অভিযান শেষের পর অকপট আরসিবি মহারথী

Faf du Plessis' Speaks Out Brutal Truth On RCB's Campaign In IPL 2023: অকপট ফাফ ডু প্লেসিস। প্রাক্তন প্রোটিয়া মহারথী জানিয়ে দিলেন যে, তাঁর টিমের প্লেঅফে খেলার যোগ্যতাই ছিল না। কারণ বুঝিয়েই এই বক্তব্য় রেখেছেন ফাফ  

Updated By: May 22, 2023, 09:27 PM IST
RCB | IPL 2023: 'আমরা প্লেঅফে জায়গা পাওয়ার যোগ্য নই!' অভিযান শেষের পর অকপট আরসিবি মহারথী
অকপট ফাফ ডু প্লেসিস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০২১, তারিখ ১৯ সেপ্টেম্বর। বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে ছিলেন যে, চোদ্দতম আইপিএল শেষ হলেই তিনি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তিনি খেলবেন একজন প্লেয়ার হয়েই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বের অভিযান শুরুর আগেই কোহলি এই বিরাট সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন। আর এর ঠিক তিনদিন আগে কোহলি জানিয়ে ছিলেন যে,টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। কোহলির জুতোয় পা গলান ফাফ দু প্লেসিস (Faf du Plessis)। বিগত দুই মরসুমে তাঁর নেতৃত্বেই খেলছে আরসিবি। কিন্তু ফাফও পারলেন না ভাগ্য় বদলাতে। আইপিএল সিক্সটিনে প্লে-অফ থেকেই বিদায় নিল তাঁর টিম।  আরসিবি খেলেছিল মহাশক্তিধর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। (Royal Challengers Bangalore vs Gujarat Titans, RCB vs GT)। গুজরাত ছয় উইকেটে আরসিবি-কে হারিয়ে দেয়। ম্য়াচের পর ফাফ জানিয়ে দিলেন যে, তাঁর টিম  প্লেঅফে জায়গা পাওয়ার যোগ্য়ই ছিল না।

আরও পড়ুন: Virat Kohli | WTC Final 2023: এবার ব্রিটিশভূমে মহাযুদ্ধ, মঙ্গলে লন্ডনের উড়ানে ক্রিকেট উপাসক! বিরাটের সঙ্গী কারা?

আরসিবি ফাফের সাক্ষাৎকার তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ফাফ বলেন, 'শেষ ম্যাচে আমাদের উচ্চাশা ছিল, জানতাম ম্যাচ চ্যালেঞ্জিং হবে। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। শেষ দুই ম্যাচে মোমেন্টাম পাওয়ার পর, আমরা প্লেঅফে খেলার জন্য় মুখিয়ে ছিলাম। জিটি-র মতো দলের বিরুদ্ধে খেলার জন্য় এ-গেম খেলতে হয়। সেটা খেলতে পারিনি আমরা। মহম্মদ সিরাজের অসাধারণ আইপিএল মরসুম গিয়েছে। কিন্তু আমরা ধারাবাহিক ভাবে কিছু জায়গায় লড়ে গিয়েছি। সত্যি বলতে আমরা যদি আমাদের পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব যে, আমরা প্রতিযোগিতার সেরা দলগুলির মধ্যে ছিলাম না। তবে এটা সৌভাগ্যের যে ব্য়তিক্রমী কিছু পারফরম্যান্স দেখেছি। সার্বিক ভাবে দেখলে আমরা প্লেঅফে জায়গা পাওয়ার যোগ্য় নই। গুজরাতের বিরুদ্ধে সবটা দিয়েও কম হয়ে গিয়েছিল।' ২০০৮ সাল থেকেই কোহলি আরসিবি-র হয়ে আইপিএল খেলছেন। ২০১১ সালে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়। কিন্তু তাঁর নেতৃত্বে ১০ বছরে একবারও আইপিএল ট্রফি স্পর্শ করতে পারেননি আরসিবি। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে আরসিবি রানার্স হয়েছিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.