IPL Media Rights: আইপিএল সম্প্রচারের টিভি ও ডিজিটাল স্বত্ব ৪৩ হাজার কোটি ছাড়িয়ে গেল
হঠাৎ করেই নাটকীয় উপাদানে পূর্ণ হয়ে গিয়েছিল আইপিএল নিলামের আসর। কেননা, অনলাইন রিটেলার অ্যামাজন আচমকাই আইপিএলে সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরে গিয়েছিল!
নিজস্ব প্রতিবেদন: আইপিএল মিডিয়া রাইটস নিলামের যে লড়াই চলছে তার সময়সীমা ২০২৩-২৭ পর্যন্ত! নিলামের ব্রেক চলছে। দেড়টা থেকে বেলা তিনটে পর্যন্ত। ফের শুরু হবে ৩টের পরে। জানা গিয়েছে, সন্ধে ৬টা নাগাদ নিলামের ফলাফল জানা যাবে।
হঠাৎ করেই নাটকীয় উপাদানে পূর্ণ হয়ে গিয়েছিল আইপিএল নিলামের আসর। কেননা, অনলাইন রিটেলার অ্যামাজন (Amazon) আচমকাই আইপিএলে সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) কেনার দৌড় থেকে সরে গিয়েছিল! অ্যামাজন সরে যাওয়ায় এই লড়াই মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স (Reliance), ডিজনি ( Disney), সোনি গোষ্ঠী (Sony Group), স্টার (Star), ভায়াকম এইটটিন (Viacom18) এবং জি-র (Zee) মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল।
লাইভ আপডেট:
৬. আইপিএল মিডিয়া রাইটস নিলামের প্রথম দিন শেষ
৫. আইপিএল সম্প্রচারের টিভি ও ডিজিটাল স্বত্ব ৪৩ হাজার কোটি স্পর্শ করল
৪. আইপিএল সম্প্রচারের টিভি ও ডিজিটাল স্বত্ব ৪০ হাজার কোটি ছাড়িয়ে গেল!
৩. সন্ধে ছ'টা পর্যন্ত নিলাম চলবে।
২. বেলা দেড়টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ব্রেক
১. সোনি স্পোর্টস নেটওয়ার্ক Culver Max Entertainment Private Limited -এর নামে বিডিং করছে
আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় ভারতের