IPL 2020: হায়দরাবাদের বিরুদ্ধে জিততে KKR-এর টার্গেট ১৪৩ রান
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL 2020: হায়দরাবাদের বিরুদ্ধে জিততে KKR-এর টার্গেট ১৪৩ রান IPL 2020: হায়দরাবাদের বিরুদ্ধে জিততে KKR-এর টার্গেট ১৪৩ রান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/26/277265-target.jpg)
নিজস্ব প্রতিবেদন: আবু ধাবিতে প্যাট কামিন্স, বরুন চক্রবর্তীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাজিমাত্ করল কেকেআর। আইপিএলের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরল যেন কিং খানের নাইটরা। মনীশ পাণ্ডে হাফ সেঞ্চুরি করলেও বড় রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য নাইটদের সামনে টার্গেট ১৪৩ রানের।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলা কলকাতা নাইট নাইডার্সের প্রথম এগারোতে এদিন দুটি বদল। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে এলেন কমলেশ নাগরকোটি এবং বরুণ চক্রবর্তী। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মুম্বই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে দুরন্ত ছন্দে শুরু করলেন নাইট পেসার প্যাট কামিন্স। বেয়ারস্টোকে ৫ রানে ফেরালেন কামিন্স। এরপর ওয়ার্নার এবং মনীশ পাণ্ডে জুটি টানতে থাকলেও ৩৬ রানে ওয়ার্নারকে ফেরালেন বরুন চক্রবর্তী। ৫১ রান করে রাসেলের হাতে ধরা দিলেন মনীশ পাণ্ডে। ৩০ রান করেন ঋদ্ধিমান সাহা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তুলল হায়দরাবাদ। এদিন সাত বোলারকে ব্যবহার করেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। কেকেআরের হয়ে একটি করে উইকেট নিলেন রাসেল, কামিন্স, বরুন।
আরও পড়ুন - IPL 2020: কাটা ঘায়ে নুনের ছিটে! ধোনিদের গ্লুকোজ খেয়ে ব্যাটিংয়ে নামতে বললেন সেওয়াগ