IPL 2020: আজ নামছে ধোনির সিএসকে, সামনে দিল্লি
ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আজ নজরে থাকবে ধোনির ব্যাটিং।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL 2020: আজ নামছে ধোনির সিএসকে, সামনে দিল্লি IPL 2020: আজ নামছে ধোনির সিএসকে, সামনে দিল্লি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/25/276985-preview.jpg)
নিজস্ব প্রতিবেদন: আজ দুবাইয়ে আইপিএলের ম্যাচে মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। আর কিছুক্ষণ পরেই বাইশ গজের মহারণ শুরু। জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখে ধোনির দল। রাজস্থানের কাছে হারের ধাক্কা সামলে আবার দয়ে ফিরতে মরিয়া সিএকে। অন্যদিকে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি প্রথম ম্যাচেই সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া শ্রেয়স আইয়ার-ঋষভ পন্থরা।
Preview: Match 7 - @ChennaiIPL v @DelhiCapitals
The Dubai International Cricket Stadium will host the seventh match of #Dream11IPL today with #CSK taking on #DC.
Preview by @ameyatil https://t.co/hvj33SqX9k #CSKvDC pic.twitter.com/WdUFgXVdKJ
— IndianPremierLeague (@IPL) September 25, 2020
দিল্লির বিরুদ্ধেও সম্ভবত আম্বাতি রায়াডু এবং ডোয়াইন ব্র্যাভোকে পাবে না চেন্নাই। ধোনির ভরসা সেই স্যাম কুরান। অভিষেক ম্যাচেই ব্যর্থ হয়েছেন করোনা মুক্ত হয়ে মাঠে ফেরা ঋতুরাজ গায়কোয়াড। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনি সাত নম্বরে নেমেছিলেন। জেতাতে পারেননি ম্যাচ। ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আজ নজরে থাকবে ধোনির ব্যাটিং।
অন্যদিকে শিখর ধাওয়ানের ব্যাটে রান নেই প্রথম ম্যাচে। ঋষভ পন্থকেও ছন্দে দেখা যায়নি। মার্কোস স্টোইনিসের কাঁধে ভর করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় দিল্লি। অবশ্য়ই বল হাতে রাবাডা এবং অশ্বিন বড় ভরসা। কাঁধের চোট সারিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন অশ্বিন সেটাও দেখার। সবমিলিয়ে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা আজকের ম্যাচে।
আরও পড়ুন - গাভাসকরের অশালীন মন্তব্যের কড়া জবাব দিলেন অনুষ্কা শর্মা