INDW vs AUSW: শুরুতেই ধামাকা ভারতের, ওয়াংখেড়েতে অলরাউন্ড ক্রিকেট, শিরোনামে পূজা-স্নেহ

INDW vs AUSW Pooja Sneh headline Indias ruthless start on Day 1: ওয়াংখেড়েতে টেস্টের প্রথম দিনেই আগুনে পারফরম্য়ান্স ভারতীয় মহিলা দলের। অস্ট্রেলিয়াকে মুখ তুলতে দিলেন না হরমনপ্রীতরা।

Updated By: Dec 21, 2023, 08:12 PM IST
INDW vs AUSW: শুরুতেই ধামাকা ভারতের, ওয়াংখেড়েতে অলরাউন্ড ক্রিকেট, শিরোনামে পূজা-স্নেহ
ভারতীয়দের সেলিব্রেশনের ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ বধের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি মাত্র ম্য়াচের টেস্ট সিরিজ (INDW vs AUSW) খেলতে নেমেছে ভারতীয় মহিলা দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai), অ্যালিসা হিলি (Alyssa Healy) টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন। তবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) বোলাররা তাঁকে দারুণ একটা দিন উপহার দিলেন। পূজা বস্ত্রকার (Pooja Vastrakar), স্নেহ রানা (Sneh Rana) ও দীপ্তি শর্মারা (Deepti Sharma) লাল বলে আগুনে পারফরম্য়ান্স দিলেন। শুরুতেই ধামাকা দিল ভারত।

আরও পড়ুন: India vs ENG: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়, ইংল্যান্ডকে ৩৪৭ রানে দুরমুশ

এদিন ব্য়াট করতে নেমে, ৮৭ রানের মধ্য়েই অজিদের টপ অর্ডার ফিরে যায় সাজঘরে। ওপেনার বেথ মুনি ৪০টি রান করেন। তবে তাঁর পরের দুই ব্যাটার ফোব লিচফিল্ড (০) ও এলিস পেরি (৪) আসেন আর ফিরে যান। বেথ ক্য়াচ আউট হয়ে যান পূজার বলে, লিচফিল্ড রান-আউট হন। এলিসকে ক্লিন বোল্ড করে দিলেন পূজা। এরপর চারে নেমে তাহলিয়া ম্য়াকগ্রা (৫০) করেন। পাঁচে নামে অধিনায়ক হিলি করেন ৩৮। কিছুটা ফাটল মেরামত করার চেষ্টা করেন তাঁরা। তবে লাভের লাভ কিছু হয়নি। কারণ ভারতীয় বোলারদের সামনে তাঁদের ব্য়াট কথা বলতে পারেনি। ছয়ে থেকে এগারোর মধ্য়ে নামা ব্য়াটাররা কেউই ২০টি রানও করতে পারেননি। অস্ট্রেলিয়ার গল্প শেষ হয়ে যায় মাত্র ২১৯ রানে। পূজা নেন চার উইকেট, স্নের ঝুলিতে আসে তিন উইকেট। দীপ্তি নেন দুই উইকেট।

অজিদের ২১৯ রানের জবাবে ভারত দিনের শেষে এক উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে। ১২১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। শাফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ওপেন করতে নেমেছিলেন। শাফালি ৪০ রান করে জেস জোনাসেনের বলে এলবিডব্লিউ হন। স্মৃতি ৪৩ রানে ও স্নেন চার রানে অপরাজিত আছেন ক্রিজে। ভারত চাইবে বড় রান করেই প্রথম ইনিংস শেষ করতে। 

আরও পড়ুন: National Sports Awards 2023: খেল রত্ন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ, অর্জুন পাচ্ছেন শামি, রইল কেন্দ্রের পুরো তালিকা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.