১৪ বছরে এই প্রথম হারল ভারত
ব্যাটে ৩৪ বলে ৪২ রানের ইনিংস আর বল হাতে ৩ মূল্যবান উইকেট, ভারতের বিরুদ্ধে অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছেন রুমনা।
![১৪ বছরে এই প্রথম হারল ভারত ১৪ বছরে এই প্রথম হারল ভারত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/07/123333-harmanpreet.jpg)
নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপে (মহিলা) ভারতকে হারানো যায় না। এই মিথ ভাঙল বাংলাদেশ। ২০০৪ থেকে ২০১৮, এশিয়া কাপে টানা ৩৪ ম্যাচে অপরাজেয় থাকার পর কোয়ালালমপুরে বাংলাদেশের মেয়েদের কাছে হারল হরমনপ্রীতদের ভারত। এশিয়া কাপে ভারতকে ৭ উইকেটে হারিয়ে চমক দিল সবুজ ব্রিগেড।
আরও পড়ুন- সচিনের দেখা সব থেকে পরিশ্রমী, শৃঙ্খলাপরায়ন এবং আন্তরিক ক্রিকেটার ইনি
আফগানিস্তানের কাছে সিরিজ হেরে যখন লজ্জায় মুখ ঢাকছেন মুশফিকুর, তামিম, সাকিবরা, তখন গৌরব এনে দিলেন রুমনা আহমেদরা। ব্যাটে ৩৪ বলে ৪২ রানের ইনিংস আর বল হাতে ৩ মূল্যবান উইকেট, ভারতের বিরুদ্ধে অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছেন রুমনা। ব্যাটে ঝলমলে ইনিংস খেলেছেন ফারজানা হকও।
উল্লেখ্য, ২০১৩ থেকে টানা ১০ ম্যাচে হারের পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। এর আগে পাকিস্তানকে হারেলেও এই প্রথম ভারতের বিরুদ্ধে জয় পেল তারা।
আরও পড়ুন- মাদাম তুসোয় মোমের বিরাট! চিরন্তন অভিজ্ঞতা, বললেন কোহলি
প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথম এশিয়া কাপের (মহিলা) আয়োজন করা হয়। ভারত এবং শ্রীলঙ্কা, এই দুই দেশই এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। প্রথমে ৫০ ওভারের ক্রিকেট হলেও এখন এই প্রতিযোগিতা টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলা হয়। ভারত এই প্রতিযোগিতায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারল।