India vs Sri Lanka, Rohit Sharma: নিজামের শহরে রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে
পাক অলরাউন্ডার শোয়েব মালিককে টপকে যাবেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka, 1st T20I)। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও দাসুন শানাকারা (Dasun Shanaka)। আর এই সিরিজেই রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে।
রোহিত শুধু তিন ম্যাচ খেলেই বিশ্বরেকর্ডে নিজের নাম লিখিয়ে নিতে পারবেন। এই মুহূর্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার নজির রয়েছে পাকিস্তানের শোয়েব মালিকের (Shoaib Malik)। পাক অলরাউন্ডার দেশের জার্সিতে খেলেছেন ১২৪টি টি-২০ ম্যাচ। রোহিত লখনউয়ে নামার আগে পর্যন্ত খেলেছেন ১২২টি টি-২০ ম্যাচ। যার মানে রোহিত সিরিজের তিনটি ম্যাচ খেলার পরেই পৌঁছে যাবেন মগডালে।
বিশ্বে মাত্র ৯ জন ক্রিকেটার শতাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁদের মধ্যে একজন রোহিত। বলাই বাহুল্য যে, ভারতীয়দের মধ্যে রোহিতই সবচেয়ে বেশি দেশের হয়ে কুড়ি ওভারের ফরম্যাটে মাঠে নেমেছেন। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন এমএস ধোনি (৯৮) ও বিরাট কোহলি (৯৭)। কোহলির ১০০ টি-২০ ম্যাচ খেলার এখনও অনেক সুযোগ রয়েছে যদিও। চলতি টি-২০ সিরিজে কোহলি বিশ্রাম নিয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্টে ফের দলে ফিরবেন।
সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা প্রথম ৫ ক্রিকেটার
১) শোয়েব মালিক (পাকিস্তান)-১২৪
২) রোহিত শর্মা (ভারত)-১২২
৩) মহম্মদ হাফিজ (পাকিস্তান)-১১৯
৪) অইন মর্গ্যান (ইংল্যান্ড)-১১৫
৫) মাহমুদুল্লাহ (বাংলাদেশ)-১১৩
ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সূচি
প্রথম টি-২০ ম্যাচ- ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-২০ ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-২০ ম্যাচ-২৭ ফেব্রুয়ারি, ধরমশালা
আরও পড়ুন: IND vs SL, Ravindra Jadeja: দু'মাস পর দলে ফিরলেন জাদেজা! কী বলছেন তারকা অলরাউন্ডার?
আরও পড়ুন: Rohit Sharma: এক বা দুই নয়! রোহিত জানালেন দেশের তিন ভাবী অধিনায়কের নাম