NZ vs IND: অকল্যান্ডে প্রথম টি-২০ তে কোহলিদের বিরাট টার্গেট দিল কিউইরা
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
![NZ vs IND: অকল্যান্ডে প্রথম টি-২০ তে কোহলিদের বিরাট টার্গেট দিল কিউইরা NZ vs IND: অকল্যান্ডে প্রথম টি-২০ তে কোহলিদের বিরাট টার্গেট দিল কিউইরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/24/230514-target.jpg)
নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই কোহলিদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কিউইরা। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সামনে বিরাট রানের টার্গেট দিল নিউ জিল্যান্ড। কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে ২০৪ রানের টার্গেট দিল নিউ জিল্যান্ড।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উইকেট কিপার হিসেবে খেলছেন কেএল রাহুলই। ফলে প্রথম এগারোর বাইরেই রয়েছেন ঋষভ পন্থ। শুরুতেই দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্টিল ঝড় তোলেন। গাপ্টিল ৩০ করলেও মুনরো ৫৯ রান করেন। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫১ রান। শেষ পর্যন্ত রস টেলর ৫৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে নিউ জিল্যান্ড।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন শিবম দুবে, শর্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহল।
আরও পড়ুন - রাজা কিংবা রানি আসছে... ঘোষণা বিদ্যুত্ বোল্টের