দুরন্ত দীপ্তি-শাফালি, বিশ্বকাপের প্রথম ম্যাচে অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিল হ্যারিরা
টস জিতে অবশ্য প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং।
![দুরন্ত দীপ্তি-শাফালি, বিশ্বকাপের প্রথম ম্যাচে অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিল হ্যারিরা দুরন্ত দীপ্তি-শাফালি, বিশ্বকাপের প্রথম ম্যাচে অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিল হ্যারিরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/21/235738-target.jpg)
নিজস্ব প্রতিবেদন : সিডনির শোগ্রাউন্ডে দীপ্তি শো। দীপ্তির দ্যুতিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতীয় মহিলা দল। দুরন্ত ব্যাটিং করলেন ভারতীয় ওপেনার শাফালি ভার্মা এবং জেমাইমা রডরিগেজ। প্রথমে ব্যাটিং করে ভারত ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে।
টস জিতে অবশ্য প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং। ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার শাফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। স্মৃতি ১০ রানে এবং শাফালি ২৯ রানে আউট হন। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর মাত্র ২ রান করেন। এই সময় জেস জেনাসন এবং এলিস পেরির দাপটে চালকের আসনে বসে যায় অস্ট্রেলিয়া। এরপর জেমাইমা রডরিগেজ এবং দীপ্তি শর্মা দুজনেই ভারতের রানকে টেনে তোলেন। ২৬ রান করেন জেমাইমা। ৪৯ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ৯ রানে নট আউট থাকেন ভেদা কৃষ্ণমূর্তি।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন জেস জেস জেনাসন। একটি করে উইকেট নেন এলিস পেরি এবং দেলিসা কিমিনিস। প্রথম ম্যাচ জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ১৩৩ রানের।