তিন উইকেট কিপার নিয়েই ফিল্ডিংয়ে ভারত, টস হেরে ব্যাটে কিউইরা
ঋষভ পন্থ, দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিং ধোনি, তিন উইকেট কিপার নিয়েই ওয়েস্টপ্যাকে খেলতে নামল ভারত।
নিজস্ব প্রতিবেদন: ঋষভ পন্থ, দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিং ধোনি, তিন উইকেট কিপার নিয়েই ওয়েস্টপ্যাকে খেলতে নামল ভারত। কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি দলে রয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার,যুজবেন্দ্রে চাহল, খলিল আহমেদ সহ আরও তিন উইকেট কিপার। বিসিসিআই সূত্র অনুযায়ী তিন উইকেট কিপার খেললেও উইকেটের পিছনে থাকবেন ধোনিই। ঋষভ এবং কার্তিক খেলছেন ব্যাটসম্যান হিসেবেই।
Our Playing XI for the game #NZvIND pic.twitter.com/isCYUgisFa
— BCCI (@BCCI) February 6, 2019
আরও পড়ুন- স্মৃতির রেকর্ডেও হার ভারতের
এদিন ওয়েস্টপ্যাকে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রসঙ্গত, ঘণ্টা কয়েক আগেই এই মাঠেই একই সিদ্ধান্ত নিয়েছিলেন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। ১৬০ রানের লক্ষ্যমাত্রা রাখে নিউ জিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল। দ্রুততম অর্ধশতরান করে রেকর্ডবুকে নাম তোলেন স্মৃতি মন্ধনা। তবে তাতেও কাজের কাজ কিছুই হয়নি। কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে হারে ভারত।
আরও পড়ুন- হার্দিক, রাহুল, করণের বিরুদ্ধে এফআইআর