Charanjit Singh: প্রয়াত অলিম্পিক্স সোনা জয়ী কিংবদন্তি হকি খেলোয়াড় চরণজিৎ সিং

শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় হকিমহলে।

Updated By: Jan 27, 2022, 03:09 PM IST
Charanjit Singh: প্রয়াত অলিম্পিক্স সোনা জয়ী কিংবদন্তি হকি খেলোয়াড় চরণজিৎ সিং
প্রয়াত কিংবদন্তি চরণজিৎ সিং

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়াড় চরণজিৎ সিং (Charanjit Singh)। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্স সোনা জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। বয়স জনিত অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯০ বছরের মিডফিল্ডার। হিমাচল প্রদেশের উনায় নিজের বাসভবনেই মারা যান চরণজিৎ সিং। পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর পক্ষাঘাত হয়ে যায় ১৯৬০ রোম অলিম্পিক্স ও ১৯৬২ এশিয়াডের রুপো জয়ী ভারতীয় দলের সদস্যর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই পুত্র ও এক কন্যাকে। ১২ বছর আগে স্ত্রী প্রয়াত হন।

আরও পড়ুন: IPL 2022 Mega Auction: অধিনায়ক খুঁজছে আইপিএলের এই ফ্র্য়াঞ্চাইজিগুলি

চরণজিৎ সিংয়ের পুত্র ভিপি সিং সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "বাবার পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই পক্ষাঘাত হয়ে যায়। লাঠি নিয়েই হাঁটাহাঁটি করতেন উনি। কিন্তু বিগত কয়েক মাস তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার সকালেই উনি আমাদের ছেড়ে চলে যান।" এদিন সন্ধ্য়ায় কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে উনাতেই। চরণজিতের কন্যা বিয়ের পর দিল্লিতে চলে যান। উনি দিল্লি থেকে ফেরার পরেই দাহ করা হবে চরণজিৎ সিংকে। ভিপি সিং চরণজিতের ছোট ছেলে। যিনি উনাতেই থাকেন। বড় ছেলে পেশায় ডাক্তার। থাকেন কানাডায়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.