Virat Kohli and Sam Konstas: কনস্টাসকে 'ইচ্ছাকৃত ধাক্কা' বিরাটের, হাতাহাতি! এবার বিতর্কে কোহলি...
Kohli-Konstas Physical Altercation: বড় শাস্তির মুখে পড়তে পারেন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস। অর্ধশতরানে পৌঁছনোর কিছু আগে কনস্টাসকে কাঁধ দিয়ে গুঁতো মারেন কোহলি। সেই ঘটনার জেরে শাস্তি পেতে পারেন ভারতের তারকা ব্যাটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্সিং ডে টেস্টে ফের বিতর্কে জড়ালেন বিরাট কোহলি (Virat Kohli)। স্যাম কনস্টাসের সঙ্গে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠল কোহলির বিরুদ্ধে। মেলবোর্ন টেস্টের শুরুতেই এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস (Sam Konstas) মেলবোর্নে শুরুটা দারুন করেছিলেন। ঘটনাটি ঘটেছে ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি।
Virat Kohli and Sam Konstas exchanged a heated moment on the MCG. #AUSvIND pic.twitter.com/QL13nZ9IGI
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েক পা হাঁটার পরই কনস্টাসের কাঁধের সঙ্গে বিরাটের কাঁধ ধাক্কা লাগে। কনস্টাস কোহলির দিকে ফিরে দাঁড়ান। তাঁকে কিছু বলেন। কোহলিও পালটা কিছু বলতে থাকেন। যদিও আর এক ব্যাটার উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশি এগোয়নি। অর্ধশতরানে পৌঁছনোর কিছু আগে কনস্টাসকে কাঁধ দিয়ে গুঁতো মারেন কোহলি। সেই ঘটনার জেরে শাস্তি পেতে পারেন ভারতের তারকা ব্যাটার।
আইসিসি কড়া সিদ্ধান্ত নিলে স্যাম কন্টাস কিংবা বিরাট কোহলির দু-জনেরই সবচেয়ে বড় শাস্তি হতে পারে ম্যাচ নির্বাসনের। সেই অবধি না পৌঁছলে অন্তত জরিমানাও হতে পারে। আইসিসির নিয়মের ২.১২ ধারা অনুযায়ী ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারও এমনকী দর্শকের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। ক্রিকেটে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের কোনও জায়গা নেই।
বিরাট কোহলির অবশ্য এই ঘটনার জন্য শাস্তি দাবি করেছেন রিকি পন্টিং, মাইকেল ভনরা। তবে এদিন কনস্টাস যেভাবে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিল তাতে বিরাটের মেজাজ সপ্তমে থাকার কথা। বুমরাহ-সহ গোটা ভারতীয় বোলিং লাইন-আপকে বেধড়ক পিটিয়েছেন কনস্টাস। অস্ট্রেলিয়ার নবাগত ব্যাটার স্যাম কনস্টাস ঠিক সেই কাজটাই করে হতবাক করে দেন সকলকে।
আরও পড়ুন, MS Dhoni Turns Santa Claus: কিংবদন্তি ক্রিকেটারের সান্টা সাজে চমক! চিনতে পারছেন ভুবনজয়ী ভারতীয়কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)