ICC Punishes Pakistan: প্রতিপক্ষের সঙ্গে মাঠে নির্লজ্জের মতো আচরণ! তিন পাক তারকার রাতের ঘুম কাড়ল ICC...

ICC Punishes Pakistan: নির্লজ্জের মতো আচরণ তিন পাক তারকার! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চরম শাস্তি আইসিসি-র...

Updated By: Feb 13, 2025, 07:05 PM IST
ICC Punishes Pakistan: প্রতিপক্ষের সঙ্গে মাঠে নির্লজ্জের মতো আচরণ! তিন পাক তারকার রাতের ঘুম কাড়ল ICC...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। 

বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তিম মহড়া হিসেবে পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজ খেলছে... 

আরও পড়ুন: রোহিতের 'অ্যাকিউট মেমোরি লস' হয়েছে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জানালেন ডাক্তার...

গত ১২ ফেব্রুয়ারি পাকিস্তান করাচি জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের ৩৫২ রান তাড়া করে মহম্মদ রিজওয়ানরা ৬ উইকেট দুরন্ত জয় ছিনিয়ে এনেছে। অধিনায়ক রিজওয়ান (অপরাজিত ১২২) ও সলমান আগার (১৩৪) দুরন্ত শতরানে পাকিস্তান জিতেছে। 

রিজওয়ানদের এই জয়ের তাল কেটেছে মাঠে তাঁদের নির্লজ্জের মতো আচরণ নিয়ে। শাহিন আফ্রিদি, সউদ শাকিল এবং বিকল্প ফিল্ডার কামরান গুলামের মতো বেশ কয়েকজন পাকি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের বিরুদ্ধে যেরকম আক্রমণাত্মক ভাবে উদযাপন করেছিলেন, তা সচারচর মাঠে দেখা যায় না।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে  শাহিন ইচ্ছাকৃত ভাবে ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে সিঙ্গল রান নিতে বাধা দেন, যার ফলে শারীরিক সংস্পর্শ হয় এবং দুই খেলোয়াড়ের ভিতর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অপর একটি ঘটনা ঘটে ২৯তম ওভারে। টেম্বা বাভুমার রান আউটের পর শাকিল এবং কামরান রীতিমতো ছেঁকে ধরেছিলেন টেম্বা বাভুমাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি চরম শাস্তি দিল এই তিন তারকাকে। শাহিন আফ্রিদিকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাকি দুই ক্রিকেটারের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানা ছাড়াও, তিন খেলোয়াড়ই একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। বিগত ২৪ মাসে যদিও কোনও খেলোয়াড়েরই কোনও অপরাধ ছিল না।

আরও পড়ুন: মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল, আসল না ডায়মন্ড হারবার! ঘরোয়া লিগের রং কি লাল-হলুদ?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.