আজ কুম্বলের জন্মদিন
আজ জন্মদিন বিশ্বক্রিকেটের অন্যতম সেরা স্পিনারের। ঝুলিতে মোট ৬১৯ টেস্ট উইকেট। না, এই গ্রহতে তাঁর থেকে বেশি উইকেটের মালিক রয়েছে মাত্র দুজন। মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন।
![আজ কুম্বলের জন্মদিন আজ কুম্বলের জন্মদিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/17/43743-kumble-17-10-15.jpg)
ওয়েব ডেস্ক: আজ জন্মদিন বিশ্বক্রিকেটের অন্যতম সেরা স্পিনারের। ঝুলিতে মোট ৬১৯ টেস্ট উইকেট। না, এই গ্রহতে তাঁর থেকে বেশি উইকেটের মালিক রয়েছে মাত্র দুজন। মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন।
অনিল কুম্বলে তাঁর কেরিয়ারে মোট ১৩২টি টেস্ট এবং ২৭১টি একদিনের ম্যাচ খেলেছন। একদিনের ক্রিকেটেও তাঁর উইকেটের সংখ্যা ৩৭১।
উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সমান স্বচ্ছন্দ তিনি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন।
দেশকে নেতৃত্বও দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে জিম লেকারের রেকর্ডও স্পর্শ করেছেন।
চোয়াল ভেঙে গিয়েছিল তবু ম্যাচ ছেড়ে বেড়িয়ে যাননি তিন বরং, ব্যান্ডেজ বেধে বল করেছেন। তাঁর ওই ছবি অবশ্যই ক্রিকেটের সাহসের ছবির প্রতীক হয়ে থাকবে।