শতবর্ষে অভিনব উদ্যোগ! সমর্থকদের জন্য স্যানিটাইজার নিয়ে আসছে ইস্টবেঙ্গল
একইসঙ্গে অগণিত সমর্থকদের কথা ভেবে প্রায় দেড় লক্ষ মাস্ক তৈরি করছে লাল-হলুদ।
Updated By: Jun 12, 2020, 11:17 AM IST
নিজস্ব প্রতিবেদন: ক্লাবের শতবর্ষে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের। করোনা পরিস্থিতিতে সমর্থকদের জন্য স্যানিটাইজার নিয়ে আসছে লাল-হলুদ। স্যানিটাইজারে থাকবে ক্লাবের শতবর্ষের লোগো।
২০ জুন থেকে ক্লাব তাঁবুতে ক্রয়মূল্যেই এই স্যানিটাইজার কিনতে পারবেন ক্লাবের সভ্য-সমর্থকরা। রবিবার বাদ দিয়ে প্রতিদিন দুপুর একটা থেকে সন্ধে ৬টার মধ্যে এই স্যানিটাইজার সংগ্রহ করা যাবে।
একইসঙ্গে অগণিত সমর্থকদের কথা ভেবে প্রায় দেড় লক্ষ মাস্ক তৈরি করছে লাল-হলুদ। যা বিনামূল্যে দেওয়া হবে সমর্থকদের মধ্যে। মাস্কে থাকবে ইস্টবেঙ্গলের শতবর্ষের লোগো।
আরও পড়ুন - পাকাপাকি ভাবে বাতিল হল ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর!
Tags: