পাকিস্তান সফরে ধোনিকে চেয়েছিলেন সৌরভ!

এতদিন পর সেই অজানা তথ্য তুলে ধরলেন তৎকালীন ভারতীয় দলের কোচ জন রাইট।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 4, 2020, 01:43 PM IST
পাকিস্তান সফরে ধোনিকে চেয়েছিলেন সৌরভ!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  ২০০৪ সালে পাকিস্তান সফরের জন্য মহেন্দ্র সিং ধোনিকে দলে নিতে চেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তখন অবশ্য ক্যাপ্টেন সৌরভের সেই ইচ্ছে পূরণ হয়নি। এতদিন পর সেই অজানা তথ্য তুলে ধরলেন তৎকালীন ভারতীয় দলের কোচ জন রাইট।

সেই বার পাকিস্তান সফরের জন্য ভারতীয় টেস্ট দলের উইকেট কিপার ছিলেন পার্থিব প্যাটেল। ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। আর ওয়ান ডে সিরিজে কিপিং করেছিলেন রাহুল দ্রাবিড়। সৌরভের নেতৃত্বাধীন টিম জিতেছিল ৩-২ ব্যবধানে।

ভারতের পাকিস্তান সফরের স্মৃতিচারণা করতে গিয়ে জন রাইট বলেন, "সৌরভ ভীষণভাবে ধোনিকে দলে নিতে চেয়েছিল পাকিস্তান সফরের জন্য। কিন্তু ওকে নেওয়া হয়নি। সৌরভ বরাবর তরুণদের সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিল। ধোনি সম্পর্কে ও সবসময় উচ্ছ্বসিত ছিল। তা সত্ত্বেও কোনওভাবেই ধোনিকে নিতে পারেনি দলে।"

আরও পড়ুন - IPL 2020 : চিঠি লিখেও কাজ হল না, বোর্ডের কমেন্ট্রি টিমে নাম নেই মঞ্জরেকরের

.