দৌড় বিভ্রাট- ৬ বলের মধ্যে রান আউট চার ক্যারিবিয়ান ব্যাটসম্যান
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এক কাণ্ড ঘটাল ওয়েস্ট ইন্ডিজ। ৬টা বলের মধ্যে একজন দুজন নন, একেবারে চারজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান রান আউট হলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্টইন্ডিজ একটা সময় ভাল জায়গায় ছিল। বেশ ভালই খেলছিলেন বহুযুদ্ধের নায়ক মার্লন স্যামুয়েলস। কিন্তু ৬টা বলের মধ্যে চারটে রান আউট হয়ে গিয়ে বিপদে পড়লেন ক্যারিবিয়ানরা।
![দৌড় বিভ্রাট- ৬ বলের মধ্যে রান আউট চার ক্যারিবিয়ান ব্যাটসম্যান দৌড় বিভ্রাট- ৬ বলের মধ্যে রান আউট চার ক্যারিবিয়ান ব্যাটসম্যান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/04/44582-out.jpg)
ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এক কাণ্ড ঘটাল ওয়েস্ট ইন্ডিজ। ৬টা বলের মধ্যে একজন দুজন নন, একেবারে চারজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান রান আউট হলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্টইন্ডিজ একটা সময় ভাল জায়গায় ছিল। বেশ ভালই খেলছিলেন বহুযুদ্ধের নায়ক মার্লন স্যামুয়েলস। কিন্তু ৬টা বলের মধ্যে চারটে রান আউট হয়ে গিয়ে বিপদে পড়লেন ক্যারিবিয়ানরা।
৩৬.৫ ওভার থেকে ৩৭.৩ ওভারের মধ্যে পরপর রান আউট হলেন মার্লন স্যামুয়েলস (৬৩), জেরম টেলর (১), কার্লোস ব্রেথওয়েট (১৭), সুনীল নারিন (০)। ৭ উইকেটে ২১১ রান থেকে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেল মাত্র ২১৪ রানে। ওপেনার শ্রীলঙ্কাকে জিততে হলে ৩৮ ওভারে করতে হবে ২২৫ রান। সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা।