'আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা'

দুটি ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে তিনিই।

Updated By: Jul 2, 2018, 11:36 AM IST
'আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা'

নিজস্ব প্রতিবেদন : রাশিয়ায় বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন মাঠে নামলেই গোল করেছেন। দুটি ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে তিনিই। গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিরুদ্ধে জোড়া গোলের পর পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন হ্যারি। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চেই ছিলেন তিনি। মঙ্গলবার নকআউটে কলম্বিয়ার বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড অধিনায়ক বলছেন, সোনার বুট নয়, বিশ্বকাপ জেতাই লক্ষ্য তাঁর।  

আরও পড়ুন - বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ ব্রাজিলের সামনে মেক্সিকো

হ্যারি কেন জানিয়েছেন, "কলম্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য তৈরি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে, সব ম্যাচেই গোল করতে পারি। বিশেষ করে যখন আমার দিকে বল আসছে আর পরিস্থিতি আমার অনুকূলে। তাই মাঠে নামার জন্য অপেক্ষা করছি।"

আরও পড়ুন - মেক্সিকোর বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল

পাশাপাশি হ্যারি কেন বলেন, "সোনার বুট পেলে দারুণ লাগবে। এই প্রতিযোগিতায় আমরা এগোতে পারলে আমার সোনার বুটে পাওয়ার সুযোগ বাড়বে। তবে আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা। তার সঙ্গে যদি সোনার বুট পেয়ে যাই, তাহলে তো সবচেয়ে ভাল হবে। রেকর্ডের পিছনে না ছুটে দলকে সাহায্য করতে চাই। তার জন্য কঠোর পরিশ্রম করছি।"

.