ডান কানে আঘাত পেলেন বিরাট কোহলি!
বিরাটের ডান কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়
নিজস্ব প্রতিবেদন : কোহলি অনুরাগীদের বিরাট প্রেমের কারণেই দিল্লির মাদাম তুসোঁয় স্থান পেয়েছেন ভারত অধিনায়ক। বুধবার সাধারণ দর্শকদের জন্য উন্মোচিত করা হয়েছে বিরাটের মোমের মূর্তি। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ঘটে গেল অঘটন!
আরও পড়ুন- পরপর দু'বার নজির গড়লেন বিরাট!
মাত্র একদিনেই বিরাটের সেই মোমের মূর্তির একটি অংশ ভেঙে যায়৷ ফলে বৃহস্পতিবারই মাদাম তুসোঁ কর্তৃপক্ষ সরিয়ে নেন কোহলির মূর্তি৷ মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিরাটের সেই মূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে তা সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে৷ সেজন্যই একদিন মূর্তিটি সাধারণ দর্শকদের চোখের আড়ালে রাখা হয়৷
আরও পড়ুন- মাদাম তুসোয় মোমের বিরাট! চিরন্তন অভিজ্ঞতা, বললেন কোহলি
মিউজিয়ামের তরফে আরও জানা হয়েছে, বিরাটের ডান কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ 'মোম' বিরাটের সঙ্গে ভক্তদের সেলফি তোলার সময় হুড়োহুড়োতেই এই কাণ্ড ঘটেছে৷ সংস্কারের পর অবশ্য নতুন করে দর্শকদের জন্য মোমের মূর্তিটি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে দিল্লির মাদাম তুসোঁয়৷