ইডেনে ম্যাচ, আজ রাস্তায় বাড়তি বাস, অতিরিক্ত ট্রেন
ম্যাচ শেষে পর্যাপ্ত পরিমাণে বাস পাওয়া যাবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
![ইডেনে ম্যাচ, আজ রাস্তায় বাড়তি বাস, অতিরিক্ত ট্রেন ইডেনে ম্যাচ, আজ রাস্তায় বাড়তি বাস, অতিরিক্ত ট্রেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/04/152464-eden.jpg)
নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি নেই। বিরাট কোহলিও নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে আজকের টি-২০ ম্যাচ নিয়ে তাই সাধারণ দর্শকদের মধ্যে উত্সাহ তুলনামূলক কম। টিকিট নিয়ে হাহাকার তেমন নেই। তবুও ইডেনে ম্যাচ। তা সে যতই নিরামিশ হোক না কেন। বঙ্গবাসী ক্রিকেট থেকে একেবারে মুখ ফিরিয়ে রাখবে তা হয় নাকি! তা ছাড়া ম্যাচ নিয়ে উত্সাহ, উদ্দীপনা যতই কম হোক না কেন প্রশাসনকে তো তৈরি থাকতেই হয়। আজ ইডেনে ম্যাচের জন্য অতিরিক্ত মেট্রো, ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন- আজ ইডেনে বিরাটকে টপকানোর হাতছানি রোহিতের সামনে
ম্যাচ শেষে পর্যাপ্ত পরিমাণে বাস পাওয়া যাবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। রবিবার বলে আজ কিন্তু রাস্তায় বাসের জোগান কম থাকবে না। সরকারি বাসের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাসও চলবে রাস্তায়। এমনই জানানো হয়েছে পরিবহণ দফতরের পক্ষ থেকে। সাতটা থেকে ইডেনে ম্যাচ শুরু। তার পর রাত গড়ালেও রাস্তায় বাসের আকাল তেমন একটা হবে না। শিয়ালদহ, হাওড়া এবং এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য থাকবে পর্যাপ্ত বাস। এদিকে রাত ১১টায় দুটি অতিরিক্ত মেট্রোও চলবে বলে জানিয়েছে মেট্রো রেল। একটি ট্রেন যাবে কবি সুভাষের দিকে। অন্যটি দমদমের দিকে। এসপ্লানেড স্টেশন থেকে মেট্রো ছাড়বে। সেখান থেকেই উঠতে হবে যাত্রীদের। যাত্রীদের নামানোর জন্য শুধু অন্য স্টেশনে দাঁড়াবে ট্রেন। হাওড়া থেকে একটি বর্ধমান যাওয়ার জন্য চলবে একটি অতিরিক্ত ট্রেনও। রেল সূত্রে খবর, রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ডানকুনি হয়ে কর্ড লাইন দিয়ে বর্ধমান পৌঁছবে ট্রেনটি।
আরও পড়ুন- টি-২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, ৭৮ বলে অপরাজিত ২০৮ হরিকৃষ্ণের
এমনিতে উৎসবের মরশুম। তার উপর রোববার রাতে খেলা। ফলে ম্যাচ শেষে বাড়ি ফেরার একটা চিন্তা অবশ্যই থাক